গত ২৮শে জুন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ফৌজদারহাট সংযোগ সড়কের আরেফিন নগর এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন মিনু। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। ২৯শে জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কোনো পরিচয় না পাওয়ায় এক দিন পর অজ্ঞাত হিসেবে তার মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। পরে ছবি দেখে মিনুকে শনাক্ত করেন তার ভাই। ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে কি-না, তা তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার।
এদিকে এই ঘটনায় পুলিশ ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। রহমতগঞ্জ এলাকায় একটি হত্যা মামলার আসামি কুলসুম আক্তারের বদলে মিনু আক্তার ২০১৮ সালের ১২ই জুন কারাগারে যান। তিনবছর পর গেল ১৬ই জুন কারাগার থেকে মুক্তি পান তিনি।