মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ল্যাম্পপোস্টে ধাক্কা, দুজন নিহত
- Update Time : ১১:১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / 180
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার।
তিনি সকালে টেলিফোনে জানান, যাত্রাবাড়ী থেকে ফ্লাইওভারের উঠে গুলিস্তানে যাওয়ার পথে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।এতে একজন ঘটনাস্থলে ও অন্যজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সি নাসির হোসেন ঠিকাদারি করতেন, তার বাসা মাতুয়াইলে।আর ৩০ বছর বয়সি মাসুম মিয়া থাকতেন জুরাইনে।তারা পরস্পরের পরিচিত ছিলেন।
ওসি কবির হোসেন আরও জানান, ফ্লাইওভারের সুপার মার্কেট মসজিদসংলগ্ন এলাকায় নাসিরদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা খায়।
গুরুতর অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।