কলাবাগানে জুয়া খেলার অভিযোগে আটক ২৪

  • Update Time : ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • / 188

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কলাবাগান এলাকায় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ২৪ জনকে আটক করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ২২ সেট তাস এবং নগদ এক লাখ ৬০ হাজার ২৩৮ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. মাসুদুর রহমান ওরফে মিন্টু, মো. জাকির হোসেন, রাজু আহম্মেদ, মো. হানিফ, মো. খোরশেদ আলম ওরফে বাবু, মো. মোস্তফা, মো. আফজাল হোসেন, মো. আব্দুর রহমান, মো. আব্দুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল হোসেন, মো. কামাল হোসেন মো. রাজিব মো. হামিদুর রহমান, মো. আবদুল আজিজ, মো. হাবিবুর রহমান, মো. মাসুদ, মো. জাহিদ, মো. হুমায়ুন হোসেন, মো. মোস্তাফা, মো. সোহরাব হোসেন, মো. রিপন মো. মায়নুল হায়দার ওরফে জাবেদ, এবং মো. কামাল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ জানতে পারে কলাবাগান এলাকায় জুয়াড়ি চক্রের কিছু সদস্যরা জুয়ার আসর বসিয়েছে। পরে র‌্যাব-৩ এর দল গতকাল রবিবার রাত সোয়া ১০টার সময় কলাবাগান এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২৪ জনকে আটক করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে আসছেন বলে জানান। জুয়া খেলে তারা সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবুও জুয়া খেলার সুযোগ থাকায় তারা প্রতিদিন ঘটনাস্থলে জুয়া খেলতে আসতে।

অভিযানে ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি র‌্যাবে। আটকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


কলাবাগানে জুয়া খেলার অভিযোগে আটক ২৪

Update Time : ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কলাবাগান এলাকায় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ২৪ জনকে আটক করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ২২ সেট তাস এবং নগদ এক লাখ ৬০ হাজার ২৩৮ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. মাসুদুর রহমান ওরফে মিন্টু, মো. জাকির হোসেন, রাজু আহম্মেদ, মো. হানিফ, মো. খোরশেদ আলম ওরফে বাবু, মো. মোস্তফা, মো. আফজাল হোসেন, মো. আব্দুর রহমান, মো. আব্দুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল হোসেন, মো. কামাল হোসেন মো. রাজিব মো. হামিদুর রহমান, মো. আবদুল আজিজ, মো. হাবিবুর রহমান, মো. মাসুদ, মো. জাহিদ, মো. হুমায়ুন হোসেন, মো. মোস্তাফা, মো. সোহরাব হোসেন, মো. রিপন মো. মায়নুল হায়দার ওরফে জাবেদ, এবং মো. কামাল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ জানতে পারে কলাবাগান এলাকায় জুয়াড়ি চক্রের কিছু সদস্যরা জুয়ার আসর বসিয়েছে। পরে র‌্যাব-৩ এর দল গতকাল রবিবার রাত সোয়া ১০টার সময় কলাবাগান এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২৪ জনকে আটক করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে আসছেন বলে জানান। জুয়া খেলে তারা সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবুও জুয়া খেলার সুযোগ থাকায় তারা প্রতিদিন ঘটনাস্থলে জুয়া খেলতে আসতে।

অভিযানে ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি র‌্যাবে। আটকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়েছে।