রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • Update Time : ১১:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • / 177

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কচুক্ষেত বউবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল হাওলাদার (৩০) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই খলিলুর রহমান হাওলাদার জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কচুক্ষেত বউবাজার এলাকায় একটি টিনশেড বাসায় মোটরের লাইন দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জলিল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খলিল আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে। বর্তমানে কচুক্ষেত বউবাজার এলাকায় তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

Update Time : ১১:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কচুক্ষেত বউবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল হাওলাদার (৩০) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই খলিলুর রহমান হাওলাদার জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কচুক্ষেত বউবাজার এলাকায় একটি টিনশেড বাসায় মোটরের লাইন দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জলিল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খলিল আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে। বর্তমানে কচুক্ষেত বউবাজার এলাকায় তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।