নভেম্বরে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির বর্ণাঢ্য আয়োজন

  • Update Time : ০২:৫৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • / 188

ঢাবি প্রতিনিধি:

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণ করতে যাচ্ছে শতবর্ষ। চলমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুলাইয়ে সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠানের অগ্রবর্তী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গেছে।

তবে শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী পহেলা নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে শতবর্ষ পালন নিয়ে এমন তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ নভেম্বর মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। দেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

তবে বর্তমান করোনাভাইরাস মহামারির কারণে ১ জুলাই সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠানের অগ্রবর্তী অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব কর্মসূচি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে। সীমিত পরিসরে যেসব কর্মসূচি থাকবে–

১ জুলাই সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, জ্যেষ্ঠতার ক্রমানুসারে ডিন, প্রভোস্ট এবং শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রক্টর উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য বা থিম কী হবে সে বিষয়ে স্মরণিকা কমিটি উপাচার্যের সঙ্গে আলোচনাপূর্বক চূড়ান্ত করবে। অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং, ঢাকা বিশ্ববিদ্যালয় আইপি টেলিভিশনে সম্প্রচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও ফেসবুক লাইভে সম্প্রচার করা হবে।

বিশ্ববিদ্যালয় দিবসের দিন বিকেল ৪টায় প্রশাসনিক ভবনে প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী সর্বজন শ্রদ্ধেয় আবদুল গাফফার চৌধুরী সংযুক্ত হয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

আলোচনা অনুষ্ঠানে প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, প্রাক্তন উপাচার্য, ডিন, প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং সমিতিসমূহের সভাপতি/সাধারণ সম্পাদকরা অনলাইনে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচারিত হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


নভেম্বরে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির বর্ণাঢ্য আয়োজন

Update Time : ০২:৫৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

ঢাবি প্রতিনিধি:

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণ করতে যাচ্ছে শতবর্ষ। চলমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুলাইয়ে সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠানের অগ্রবর্তী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গেছে।

তবে শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী পহেলা নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে শতবর্ষ পালন নিয়ে এমন তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ নভেম্বর মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। দেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

তবে বর্তমান করোনাভাইরাস মহামারির কারণে ১ জুলাই সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠানের অগ্রবর্তী অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব কর্মসূচি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে। সীমিত পরিসরে যেসব কর্মসূচি থাকবে–

১ জুলাই সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, জ্যেষ্ঠতার ক্রমানুসারে ডিন, প্রভোস্ট এবং শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রক্টর উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য বা থিম কী হবে সে বিষয়ে স্মরণিকা কমিটি উপাচার্যের সঙ্গে আলোচনাপূর্বক চূড়ান্ত করবে। অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং, ঢাকা বিশ্ববিদ্যালয় আইপি টেলিভিশনে সম্প্রচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও ফেসবুক লাইভে সম্প্রচার করা হবে।

বিশ্ববিদ্যালয় দিবসের দিন বিকেল ৪টায় প্রশাসনিক ভবনে প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী সর্বজন শ্রদ্ধেয় আবদুল গাফফার চৌধুরী সংযুক্ত হয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

আলোচনা অনুষ্ঠানে প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, প্রাক্তন উপাচার্য, ডিন, প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং সমিতিসমূহের সভাপতি/সাধারণ সম্পাদকরা অনলাইনে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচারিত হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।