জবির নতুন উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক
- Update Time : ০৬:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / 178
জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ইমদাদুল হক।
আজ মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমােদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুসারে ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক,উদ্ভিদবিজ্ঞান ও ডিন জীববিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়- কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিমােক্ত শর্তে নিয়ােগ করা হলাে।
ক) ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়ােগের মেয়াদ ৪ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
খ) ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।
গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন।
ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়ােজনে যে কোনাে সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় মহামান্য আচার্য, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জগন্নাথের সবাইকে নিয়ে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রুপদান করতে কাজ করে যাব। এজন্য আমি গবেষণা খাতকে বেশি প্রাধান্য দিতে চাই।
ঢাকার কেরাণীগঞ্জে জবির নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাস সম্পর্কে উপাচার্য বলেন, জবিতে যোগদান করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করতে আমার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ জবির সর্বশেষ উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান দ্বিতীয় মেয়াদ শেষ বিদায় নেন। তারপর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জবি ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।