আগামীকাল সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • Update Time : ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 26

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে বিকেল ৩ টায় কেন্দ্রীয়ভাবে এ শহীদি মার্চ কর্মসূচি শুরু হবে।

বুধবার(৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে বৃহস্পতিবার বেলা ৩টায় কেন্দ্রীয়ভাবে এই শহীদি মার্চ শুরু হবে। নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

এতে শহীদদের স্মরণ করে ছবি, উক্তি, স্মারক নিয়ে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা নিজ জায়গা থেকে শহীদি মার্চে অংশ নেবে। আন্দোলনে শহীদদের ছবি থাকতে পারে। যে কথায় অনুপ্রাণিত হয়ে ছাত্র-জনতা শহীদ হয়েছে, সেসব কথা প্ল্যাকার্ডে থাকতে পারে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে কী চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কী চাই—এসবও থাকতে পারে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, লুৎফর রহমান, আবদুল হান্নান মাসুদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সহসমন্বয়করা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


আগামীকাল সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Update Time : ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে বিকেল ৩ টায় কেন্দ্রীয়ভাবে এ শহীদি মার্চ কর্মসূচি শুরু হবে।

বুধবার(৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে বৃহস্পতিবার বেলা ৩টায় কেন্দ্রীয়ভাবে এই শহীদি মার্চ শুরু হবে। নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

এতে শহীদদের স্মরণ করে ছবি, উক্তি, স্মারক নিয়ে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা নিজ জায়গা থেকে শহীদি মার্চে অংশ নেবে। আন্দোলনে শহীদদের ছবি থাকতে পারে। যে কথায় অনুপ্রাণিত হয়ে ছাত্র-জনতা শহীদ হয়েছে, সেসব কথা প্ল্যাকার্ডে থাকতে পারে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে কী চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কী চাই—এসবও থাকতে পারে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, লুৎফর রহমান, আবদুল হান্নান মাসুদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সহসমন্বয়করা উপস্থিত ছিলেন।