পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- Update Time : ০৩:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / 36
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কোটা সংস্কার আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করায় শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই তার পদত্যাগের দাবি করে আসছিলেন।
শনিবার (১০ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এই পদত্যাগ পত্র জমা দেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপাচার্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গত বছরের ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
তবে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেই উল্লেখ করে শিক্ষার্থীদের কাছে চরম ভাবে সমালোচিত হন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
গত ১৭ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মৃত্যুতে বিকেল ৪টায় ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা টিএসসির দিকে আসতে চাইলে তাদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি নিক্ষেপ করে পুলিশ। এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন, আহত হন আরও অনেকে।
একই দিনে ঢাবির জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাবি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের ঐদিন সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। তখন ক্যাম্পাসে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়। হল না ছাড়ার ঘোষণা দিলেও হল ত্যাগ করতে বাধ্য হন ঢাবি শিক্ষার্থীরা।