শিক্ষার্থীদের হয়রানি বন্ধে সহযোগিতার উদ্যোগ নোবিপ্রবি প্রশাসনের
- Update Time : ০১:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / 41
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের যাতে হয়রানি না করা হয় সেলক্ষ্যে সার্বিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।
আজ(৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ ও হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ২ জন সহকারী প্রক্টরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিদ্যমান সার্বিক
পরিস্থিতিতে নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানি না করে তাদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অহেতুক হয়রানির শিকার হয় তাহলে নিম্নোক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১) প্রফেসর ড. মো: আনিসুজ্জামান, প্রক্টর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। (মোবাইল: ০১৭১৭৪৯৯৭৪৯)
২) সাহানা রহমান, সহকারী প্রক্টর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। (মোবাইল: ০১৭৭৫১২৬০৯৭)
৩) মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। (মোবাইল: ০১৯৬৫৪৮৪৫০০)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,নোবিপ্রবির নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানি বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয়ে থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।