ঢাবিতে ‘শেখ হাসিনা : আলোর সমুজ্জ্বল বাঙালি’ শীর্ষক আলোচনা সভা

  • Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / 180

জাননাহ,ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ‘শেখ হাসিনা: আলোর সমুজ্জ্বল বাঙালি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের উদ্যোগে হল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্থপতি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট প্রজন্ম তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরোলসভাবে কাজ করে চলেছেন। তাঁর এই প্রয়াসকে সফল করতে শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রলীগের কর্মীদের মুখ্য ভ‚মিকা পালন করতে হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ই-গভার্নেন্স ও অটোমেশনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের মধ্যে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির প্রধান আলোচক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউনুস।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে ‘শেখ হাসিনা : আলোর সমুজ্জ্বল বাঙালি’ শীর্ষক আলোচনা সভা

Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

জাননাহ,ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ‘শেখ হাসিনা: আলোর সমুজ্জ্বল বাঙালি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের উদ্যোগে হল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্থপতি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট প্রজন্ম তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরোলসভাবে কাজ করে চলেছেন। তাঁর এই প্রয়াসকে সফল করতে শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রলীগের কর্মীদের মুখ্য ভ‚মিকা পালন করতে হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ই-গভার্নেন্স ও অটোমেশনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের মধ্যে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির প্রধান আলোচক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউনুস।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।