কুমিল্লায় কিশোরগ্যাংয়ের হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আহত

  • Update Time : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 50

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের সামনে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি বুধবার বিকেলে কুমিল্লা নগরীর মডার্ন স্কুলের সামনে ঘটে। এতে আহত হয়ে কুমিল্লা সদর হাসপাতালে শিক্ষার্থীটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত শিক্ষার্থী কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার মোতালেব হোসেন মজুমদারের ছেলে আবু নাইম মজুমদার কাকন (২২)। সে ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বৃহস্পতিবার মামলা হয়েছে বলে জানান পরিবার।

জানা যায়, হামলাকারীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা নগরীতে কিশোরগ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছিলো। এর আগেও হামলাকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। হামলাকারীরা হলেন কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল গ্রীন রোড এলাকার সাফি (১৬), ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার আলিফ (১৫), অশোকতলা হলি ক্রিসেন্ট স্কুল এলাকার শান্ত (১৫), বিসিক এলাকার মাহবুব (১৮), আনোয়ার হাউজিং এলাকার মুসা(১৮), অশোকতলা দিদার হাইস্কুল এলাকার মেহেদি(১৬)।

আহত কাকন বলেন, ছোট ভাইকে স্কুল থেকে নিতে আসছিলাম। কিছু কিশোর গ্যাংয়ের ছেলেরা তাদের হাতে ছুরি নিয়ে স্কুলের সামনে দাড়িয়ে ছিলো। তাদের বলেছি শিক্ষার্থীরা তোমাদের হাতে এসব দেখলে ভয় পানে। তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আমার উপর হামলা করে। ওখানের সিসিটিভির ফুটেজ দেখলে তাদের সবাইকে চিহ্নিত করা যাবে। আমি তাদের গ্রেফতার করে দ্রুত বিচার চাই।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এদের গ্রেফতারের জন্য আমাদের পুলিশের টিম কাজ করছে। কিশোর গ্যাং বলেন আর সন্ত্রাসী বলেন, যে অপরাধী তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় কিশোরগ্যাংয়ের হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আহত

Update Time : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের সামনে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি বুধবার বিকেলে কুমিল্লা নগরীর মডার্ন স্কুলের সামনে ঘটে। এতে আহত হয়ে কুমিল্লা সদর হাসপাতালে শিক্ষার্থীটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত শিক্ষার্থী কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার মোতালেব হোসেন মজুমদারের ছেলে আবু নাইম মজুমদার কাকন (২২)। সে ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বৃহস্পতিবার মামলা হয়েছে বলে জানান পরিবার।

জানা যায়, হামলাকারীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা নগরীতে কিশোরগ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছিলো। এর আগেও হামলাকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। হামলাকারীরা হলেন কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল গ্রীন রোড এলাকার সাফি (১৬), ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার আলিফ (১৫), অশোকতলা হলি ক্রিসেন্ট স্কুল এলাকার শান্ত (১৫), বিসিক এলাকার মাহবুব (১৮), আনোয়ার হাউজিং এলাকার মুসা(১৮), অশোকতলা দিদার হাইস্কুল এলাকার মেহেদি(১৬)।

আহত কাকন বলেন, ছোট ভাইকে স্কুল থেকে নিতে আসছিলাম। কিছু কিশোর গ্যাংয়ের ছেলেরা তাদের হাতে ছুরি নিয়ে স্কুলের সামনে দাড়িয়ে ছিলো। তাদের বলেছি শিক্ষার্থীরা তোমাদের হাতে এসব দেখলে ভয় পানে। তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আমার উপর হামলা করে। ওখানের সিসিটিভির ফুটেজ দেখলে তাদের সবাইকে চিহ্নিত করা যাবে। আমি তাদের গ্রেফতার করে দ্রুত বিচার চাই।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এদের গ্রেফতারের জন্য আমাদের পুলিশের টিম কাজ করছে। কিশোর গ্যাং বলেন আর সন্ত্রাসী বলেন, যে অপরাধী তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।