যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের দলনেতা ফরিদুল সহকারী রাজীব
- Update Time : ০১:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / 213
ঢাকা কলেজ প্রতিনিধি:
যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের নতুন মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। প্রধান দলনেতা হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন মো. ফরিদুল ইসলাম এবং সহকারী দলনেতা-১ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মোজাম্মেল হক রাজীব। মো. ফরিদুল ইসলাম কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্বে এবং মোজাম্মেল হক রাজীব অর্থনীতি বিভাগে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়নরত।
৫ অক্টোবর ঢাকা কলেজ প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২রা অক্টোবর সোমবার ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ২২তম দলনেতা হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
নবনিযুক্ত ইউনিট প্রধান (লিডার) মো. ফরিদুল ইসলাম বলেন, সদ্য ফোটা পুষ্পের মতন প্রথম পা রাখি কলেজ প্রাঙ্গনে সেই সময় যুর রেড ক্রিসেন্ট এর কার্যক্রম গুলো শুনে আপলোত হই এবং দূঢ়ভাবে অনুধাবন করি রেড ক্রিসেন্ট এ যুক্ত হওয়ার বিষয়। পুষ্পের মতন ধীরে ধীরে পুষ্পিত হওয়ার চেষ্টায় আজকের এই অবস্থান। পুষ্পের মধ্যে থাকা সু ঘ্রান টুকু নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করব৷ বহুদিন অবধি এই ঘ্রাণ অম্লান থাকবে এও আশা ব্যাক্ত করছি৷
সহকারী দলনেতা মো. ফরিদুল ইসলাম বলেন, সেবাব্রতী’কে লালন করে যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট অত্র ক্যাম্পাস ও দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। অত্র ইউনিটের সহকারী দলনেতা-১ হিসেবে মনোনীত করায়, সম্মানিত শিক্ষক মহোদয় ও সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্বের ধারাবাহিকতায় ইউনিটের কার্যক্রমকে আরো বেশি গতিশীল রাখার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
জানাযায়- ২০০৪ সালের ১ জুন ঢাকা কলেজে রেড ক্রিসেন্ট ইউনিট প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটে ৮টি উপদল রয়েছে। প্রতিটি উপদলে ১ জন দলনেতা ও ১ জন উপদলনেতাসহ মোট ১৮ জন সদস্য মূল পরিচালনা পর্ষদে রয়েছে।
উল্লেখ্য, ১৮৬৩ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত রেড ক্রিসেন্ট একটি বিশ্বব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান৷ বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য।