কর্মীসভা ঘিরে সাজ শয্যায় প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

  • Update Time : ০৯:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 177

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্রলীগের কর্মীসভা কেন্দ্র করে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস । নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বঙ্গবন্ধু চত্বর, রাস্তাঘাট ও আশেপাশের অলিগলি ঘুরে এ দৃশ্য দেখা গেছে । নেতাদের স্বাগত জানাতে পথে পথে নির্মাণ করা হয়েছে নান্দনিক তোরণ।

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২ ঘটিকা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শুরু হবে এ কর্মীসভা। সভায় উপস্থিত থাকবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।

এদিকে কর্মীসভাকে ঘিরে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরেছে জাককানইবি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ ৭ বছর ধরে একই কমিটি বহাল থাকায় স্থবির হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়টির রাজনীতি । অনেকটা শিক্ষার্থী বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ছাত্রলীগের এই ইউনিটটি। পদপ্রত্যাশী অনেক নেতাদেরও বয়স পেরিয়ে যাচ্ছিল ।

এমন এক সময়ে কর্মীসভার আয়োজন ও এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে হঠাৎ করেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ছাত্রলীগ নেতাকমীদের মধ্যে। কর্মীসভাকে ঘিরে পদপ্রত্যাশী নেতারা গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। নিজ নিজ বলয়ের উপস্থিতি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত ২০১৭ সালের ৭ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবু ও রাকিবুল হাসান রাকিবকে সভাপতি-সাধারণ সম্পাদক করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর ৭ বছর পেরিয়ে গেলেও হয়নি কোন নতুন কমিটি ।

Tag :

Please Share This Post in Your Social Media


কর্মীসভা ঘিরে সাজ শয্যায় প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

Update Time : ০৯:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্রলীগের কর্মীসভা কেন্দ্র করে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস । নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বঙ্গবন্ধু চত্বর, রাস্তাঘাট ও আশেপাশের অলিগলি ঘুরে এ দৃশ্য দেখা গেছে । নেতাদের স্বাগত জানাতে পথে পথে নির্মাণ করা হয়েছে নান্দনিক তোরণ।

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২ ঘটিকা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শুরু হবে এ কর্মীসভা। সভায় উপস্থিত থাকবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।

এদিকে কর্মীসভাকে ঘিরে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরেছে জাককানইবি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ ৭ বছর ধরে একই কমিটি বহাল থাকায় স্থবির হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়টির রাজনীতি । অনেকটা শিক্ষার্থী বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ছাত্রলীগের এই ইউনিটটি। পদপ্রত্যাশী অনেক নেতাদেরও বয়স পেরিয়ে যাচ্ছিল ।

এমন এক সময়ে কর্মীসভার আয়োজন ও এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে হঠাৎ করেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ছাত্রলীগ নেতাকমীদের মধ্যে। কর্মীসভাকে ঘিরে পদপ্রত্যাশী নেতারা গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। নিজ নিজ বলয়ের উপস্থিতি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত ২০১৭ সালের ৭ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবু ও রাকিবুল হাসান রাকিবকে সভাপতি-সাধারণ সম্পাদক করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর ৭ বছর পেরিয়ে গেলেও হয়নি কোন নতুন কমিটি ।