ঢাবিতে গাছ ভেঙে রিকশা চালকের মৃত্যু, শিক্ষার্থী আহত
- Update Time : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / 147
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত রিকশা চালকের নাম তার নাম রফিকুল ইসলাম। তার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়।
এছাড়া এ ঘটনায় ওই রিকশার যাত্রী ওয়াহিদা বিনতে রোকন নামে এক ঢাবি শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত ওয়াহিদা বিনতে রোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাবির শামসুন নাহার হলে থাকেন।
ওয়াহিদা বলেন, যে রিকশাচালক মারা গেছে আমি ওই রিকশার যাত্রী ছিলাম। বৃষ্টির কারণে আমি পাশে দাঁড়িয়েছিলাম উনি রিকশার উপরেই বসা ছিলেন। হঠাৎ উপর থেকে একটি গাছ ভেঙে ঐ রিকশার উপরে পড়ে। এতে ওই চালক গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোমেন বলেন, টিএসসির মোড়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি রিকশা উপরে গাছ ভেঙে পড়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক রিকশাচালক মারা যায়। এছাড়া ঢাবির আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।