নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্মরণে পরিসংখ্যান বিভাগে পোস্টার প্রদর্শনী
- Update Time : ০৬:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / 302
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের ২য় তলায় পরিসংখ্যান বিভাগের ২০৭ নং রুমে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাস্সুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, বঙ্গবন্ধু নামটি কোনো নির্দিষ্ট ভূখন্ডের মধ্যে সীমবাদ্ধ নয়। তিনি বৈশ্বিক রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করবে। একইসঙ্গে এতে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আয়োজকদের ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বঙ্গবন্ধুকে গোটা পরিবারসহ হত্যার মূল্য উদ্দেশ্যই ছিল তার আদর্শকে নিশ্চিহ্ন করা। তবে ষড়যন্ত্রকারীদের সে উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ আজ কোটি বাঙ্গালীর মধ্যে বহুমাত্রিকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের আজকের তরুণ প্রজন্মও আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
“শোকাবহ আগস্টের শোককে শক্তিতে রুপান্তর” এই উপজীব্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মোট ৫টি দল অংশগ্রহণ করে এবং ৩টি দল যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। পরে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পোস্টার প্রদর্শনীতে “বঙ্গবন্ধুর জীবনী রাজনৈতিক সামাজিক” বিষয়ে পোস্টারের জন্য ১ম স্থান অর্জন করে আছিবুল আলম ও ফাউজিয়া তাহসীন, “মৃত্যুঞ্জয়ী মুজিব” পোস্টারের জন্য ২য় হয়েছে ইমরান নাজীর ও হাসনাহেনা অমি এবং “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” পোস্টারের জন্য ৩য় হয়েছে উম্মে নাজমা ও সুরাইয়া আফরীন।