২য় মেয়াদে নোবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক ড.দিদার উল আলম
- Update Time : ০১:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / 253
এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি:
২য় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।
রবিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. দিদার-উল আলমকে চার বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ভাইস চ্যান্সেলর হিসেবে ড. দিদার-উল আলম তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১২ জুন প্রথম মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ড. মো. দিদার-উল আলম এবং ২০২৩ সালের ১২ জুন পর্যন্ত পূর্ণ ৪ বছর মেয়াদে দায়িত্বপালন করেন।