গল্প, কবিতায় বাবা দিবসে বাবার জন্য অনুভূতির সম্ভার ” Yes to Youth” এর ক্ষুদ্র প্রয়াস

  • Update Time : ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / 984

মোঃ শুভ ইসলাম :

“বাবা”শব্দটা পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় বৃক্ষের নাম বিশ্ব সকল সন্তানের জন্য। যে নিজে রোদে পুড়ে,স্নেহ, ভালোবাসা, মমতা ও পরম যত্নের ছায়ায় বড় করে তোলেন সন্তানদের।
আর প্রত্যেকটি সন্তান বেড়ে উঠে, তার বাবার গন্ধ, একটু শাসন, মায়ার বাঁধন আর এক রাশ স্মৃতি নিয়ে।
বাবার হাতের একটি আঙ্গুল নিজের ছোট ছোট দুই হাত দিয়ে ধরে হাঁটতে শেখা, বাবার কাঁধে বসে দুনিয়াটা দেখা ।
“বাবা নয়, জাদুকর তিনি!!
নাহলে,না বলা মনের কথাটা কিভাবে বুঝেন উনি।।”
তাই বাবাকে নিয়ে প্রতিটি সন্তানের অনুভূতি, হাজারো স্মৃতি এবং বাবাকে না বলা কথা প্রকাশের জন্য”Yes to Youth” আয়োজন করেছে, অনলাইন ভিত্তিক বাবা দিবস স্পেশাল ইভেন্ট।

বাবাকে নিয়ে গল্প ও কবিতাই উক্ত ইভেন্টের উপজীব্য বিষয়। যেখানে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা গল্প ও কবিতার মাধ্যমে বাবাকে নিয়ে তাদের অনুভূতির পাহাড়ের শীর্ষ স্পর্শ করার চেষ্টা করবেন। এবং এর মধ্যে থেকে অধিক আকর্ষণীয় এবং নিখুঁত অনুভূতির বিন্যাসের গল্প ও কবিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করে যথাযোগ্য মূল্যায়ন করা হবে।

ইভেন্টটি উদ্বোধনের তারিখ ১৬ জুন এবং চলমান থাকবে ২৪ জুন পর্যন্ত, চালনা ও সম্পাদনার দায়িত্বে আছেন “Yes to Youth” এর প্রতিষ্ঠাতা আবির বিন আউয়াল এবং টিম।
“Yes to Youth” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ০৪ ই নভেম্বর আবির বিন আউয়াল এর হাত ধরে সূচনা হয়েছিলো আজকের এই “Yes to Youth”

বর্তমানে “Yes to Youth” এর মূল লক্ষ্য হলো “Use your brains and show your creativity in a sense of individual sectors.”

বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সমাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে দেশের সর্বস্তরের তরুণ তরুণীদের জ্ঞান ও দক্ষতা প্রকাশ ও বৃদ্ধির এক অনন্য ও উপযুক্ত পরিবেশ তৈরি করতে “Yes to Youth” কাজ করে আসছে।

অসম্ভব পরিশ্রমীও মেধাবী প্যানেল মেম্বারগণ এবং স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতায় ‘প্রজেক্টটি’ সফল করার জন্য ক্লাব পার্টনার: বিএএফ শাহীন কলেজ ঢাকা রাইটার্স ক্লাব।

Tag :

Please Share This Post in Your Social Media


গল্প, কবিতায় বাবা দিবসে বাবার জন্য অনুভূতির সম্ভার ” Yes to Youth” এর ক্ষুদ্র প্রয়াস

Update Time : ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

মোঃ শুভ ইসলাম :

“বাবা”শব্দটা পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় বৃক্ষের নাম বিশ্ব সকল সন্তানের জন্য। যে নিজে রোদে পুড়ে,স্নেহ, ভালোবাসা, মমতা ও পরম যত্নের ছায়ায় বড় করে তোলেন সন্তানদের।
আর প্রত্যেকটি সন্তান বেড়ে উঠে, তার বাবার গন্ধ, একটু শাসন, মায়ার বাঁধন আর এক রাশ স্মৃতি নিয়ে।
বাবার হাতের একটি আঙ্গুল নিজের ছোট ছোট দুই হাত দিয়ে ধরে হাঁটতে শেখা, বাবার কাঁধে বসে দুনিয়াটা দেখা ।
“বাবা নয়, জাদুকর তিনি!!
নাহলে,না বলা মনের কথাটা কিভাবে বুঝেন উনি।।”
তাই বাবাকে নিয়ে প্রতিটি সন্তানের অনুভূতি, হাজারো স্মৃতি এবং বাবাকে না বলা কথা প্রকাশের জন্য”Yes to Youth” আয়োজন করেছে, অনলাইন ভিত্তিক বাবা দিবস স্পেশাল ইভেন্ট।

বাবাকে নিয়ে গল্প ও কবিতাই উক্ত ইভেন্টের উপজীব্য বিষয়। যেখানে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা গল্প ও কবিতার মাধ্যমে বাবাকে নিয়ে তাদের অনুভূতির পাহাড়ের শীর্ষ স্পর্শ করার চেষ্টা করবেন। এবং এর মধ্যে থেকে অধিক আকর্ষণীয় এবং নিখুঁত অনুভূতির বিন্যাসের গল্প ও কবিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করে যথাযোগ্য মূল্যায়ন করা হবে।

ইভেন্টটি উদ্বোধনের তারিখ ১৬ জুন এবং চলমান থাকবে ২৪ জুন পর্যন্ত, চালনা ও সম্পাদনার দায়িত্বে আছেন “Yes to Youth” এর প্রতিষ্ঠাতা আবির বিন আউয়াল এবং টিম।
“Yes to Youth” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ০৪ ই নভেম্বর আবির বিন আউয়াল এর হাত ধরে সূচনা হয়েছিলো আজকের এই “Yes to Youth”

বর্তমানে “Yes to Youth” এর মূল লক্ষ্য হলো “Use your brains and show your creativity in a sense of individual sectors.”

বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সমাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে দেশের সর্বস্তরের তরুণ তরুণীদের জ্ঞান ও দক্ষতা প্রকাশ ও বৃদ্ধির এক অনন্য ও উপযুক্ত পরিবেশ তৈরি করতে “Yes to Youth” কাজ করে আসছে।

অসম্ভব পরিশ্রমীও মেধাবী প্যানেল মেম্বারগণ এবং স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতায় ‘প্রজেক্টটি’ সফল করার জন্য ক্লাব পার্টনার: বিএএফ শাহীন কলেজ ঢাকা রাইটার্স ক্লাব।