পরীক্ষার্থীদের সহায়তায় জবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস
- Update Time : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / 172
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা যদি ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তাহলে তাদের নিদিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে এ সার্ভিস চালু করেছে শাখা ছাত্রলীগ।
এছাড়াও পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাথে থাকা ব্যাগ, মোবাইলসহ সাথে আনা বিভিন্ন জিনিস জমা রাখার ব্যবস্থা জন্য বুথ বসায় সংগঠনটির নেতাকর্মীরা। বুথে পরীক্ষার্থীদের জন্য ঠাণ্ডা পানির ব্যবস্থাও ছিল।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সকল ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আমরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়ি ইত্যাদি নিরাপদে রাখার ব্যবস্থা করেছি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, কেউ যদি নিদিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে, তাহলে তাকে নিদিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। পরীক্ষার্থী ও অবিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।