ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান
- Update Time : ১০:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / 184
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর স্থলাভিষিক্ত হবেন।
আজ বুধবার(৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।
এছাড়া একই ধারায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রশীদ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শাহীন খানকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ১৯৯৪ সালে ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স এবং ১৯৯৬ সালে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ২০০৮ সালে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব হ্যল’ থেকে হিউম্যান জিওগ্রাফি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। ২০১০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন।
তিনি ঢাবি শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী কমিটিতে নীলদল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।