কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে মাহিন-ফয়সাল
- Update Time : ১০:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / 150
কুবি প্রতিনিধি:
কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ জিলানী।
সোমবার সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রিয়াজ উদ্দিন অন্তর এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ইমদাদুল হক শামীম এবং কাউসার আলম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, রিফাত হোসেন হিমেল এবং ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, ফয়সাল আহমেদ, সাব্বির ইসলাম এবং খালেদ মাসুদ নোবেল সহ অন্যান্যরা।
এছাড়াও দপ্তর সম্পাদক শামীম ভুঁইয়া ও উপ-দপ্তর সম্পাদক সৈয়দ আরাফাত আজম, অর্থ সম্পাদক কামরুল হাসান রিমন এবং প্রচার সম্পাদক আল আমিন হোসাইন ও উপ-প্রচার সম্পাদক আরমান হোসাইন, প্রকাশনা বিষয়ক সম্পাদক তানভীর করিম ফাহিম ও উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক জাকারিয়া সাইমুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌফিক এলাহি সায়েম ও উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক সাবনিন হোসেন তানহা ও উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন তৌকীর এবং ভর্তি কার্যক্রম বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শাম্মি প্রমুখকে দায়িত্ব পালনে অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।