রমজান উপলক্ষ্যে যবিপ্রবির নতুন পরিবহন সময়সূচী
- Update Time : ০৩:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / 147
মোস্তফা গালিব(যবিপ্রবি প্রতিনিধি)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নতুন পরিবহন সময়সূচী ঘোষণা করেছে যবিপ্রবির পরিবহন দপ্তর।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস চলার সময়সূচী সকাল ৯.০০টা থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে পরিবহন নতুন সময়সূচী অনুযায়ী চলাচল করবে। এর মধ্যে পূর্ব সময়সূচি অনুযায়ী সকালে ৮:২৫ ও ৯:২৫ ঘটিকায় পূর্ব রুট অনুযায়ী সকল গাড়ি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ২:০০ ঘটিকায় সকল গাড়ি পূর্বে রুট অনুযায়ী সকল গাড়ি ক্যাম্পাস থেকে শহরে (ক্যাম্পাস-মনিহার, ক্যাম্পাস-চাঁচড়া) ছেড়ে যাবে। এরপর দুপুর ৩:৪০ মিনিটে পূর্বে রুট অনুযায়ী সকল গাড়ি ক্যাম্পাস থেকে শহরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। মার্কেট ট্রিপ বিকাল ৫.৩০ ঘটিকায় শহর থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে।মার্কেটট্রিপঃ বৃহস্পতিবার শিক্ষক/কর্মকর্তাদের ১০.০০টা – ১.০০টা, ছাত্র-ছাত্রীদের ৩.০০টা – ৫.৩০টা। তবে রমজান মাসের পর যথারীতি পূর্বের সময়সূচী অনুযায়ী সকল গাড়ি চলাচল করবে।