আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলো যারা
- Update Time : ০৯:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / 186
যবিপ্রবি প্রতিনিধি:
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যবিপ্রবির মেয়েরা।
রোববার ( ২৬ ফেব্রুয়ারী) যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় যবিপ্রবি।
খেলায় শুরু থেকেই দারুণ ছন্দে খেলছিল যবিপ্রবির লিকা পোদ্দার ও ক্যামেলিয়া।অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলায় অংশ গ্রহণ করে ফারহিন তামান্না ও মুন্নি। শেষ পর্যন্ত ২-০ সেটে জয়লাভ করে যবিপ্রবির মেয়েরা।
যবিপ্রবি শিক্ষার্থী লিকা বলেন, এই টুর্নামেন্টে সকল বিশ্ববিদ্যালয় থেকে খেলতে এসেছে, এই খেলায় নিজের বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে পেরে খুব ভাল লাগছে। আমরা আশা করি নেক্সট যে টুর্নামেন্টগুলো হবে সেখানেও ভালো ফলাফল করবো আমরা। জাতীয় র্যাঙ্কিংয়ে চতুর্থ অবস্থানে থাকা লিকা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে যবিপ্রবির নাম উজ্জ্বল করতে চান বলেও আশা ব্যক্ত করেন।
রাবি শিক্ষার্থী ফারহিন তামান্না বলেন, যদিও আমরা ফাইনালে হেরেছি তবে নিজের বিশ্ববিদ্যালয়কে ফাইনালে নিয়ে যেতে পেরেছি। এটা নিজের কাছে অনেক আনন্দের। আমি আমার বিশ্ববিদ্যালয়েরকে প্রতিনিধিত্ব করতে পেরেছি এটার জন্য অনেক গর্ববোধ করছি। বিপক্ষ দলের খেলোয়াড় লিকা পোদ্দার, যার কথা না বললেই নয়। সে অনেক ভালো খেলেছে। লিকা পোদ্দার জাতীয় দলের খেলোয়াড় হলেও আমরা যবিপ্রবিকে যথেষ্ট চাপে রেখে খেলতে পেরেছি। একজন জাতীয় দলের খেলোয়াড়ের বিপক্ষে খেলা এটাও অনেক আনন্দের আমার জন্য। আয়োজক হিসেবে যবিপ্রবি যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করেছে। যদি সূক্ষ্ণ চোখে দেখি কিছু ছোটখাটে বিষয় ঘটেছে, যেগুলো এড়িয়ে যাওয়া যায়। সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলে রানার্সআপ হতে পেরেছি।