যবিপ্রবিতে আজ থেকে শুরু হচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

  • Update Time : ০৫:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 165

যবিপ্রবি প্রতিনিধি-

‘খেলাধূলায় অংশগ্রহণ করি, মাদক মুক্ত জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

এসময় তিনি বলেন, যে প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা মূলত বঙ্গবন্ধু কন্যার কথা। তিনি সবসময় খেলাধূলাকে প্রাধান্য দেন,খেলাধূলার মাধ্যমে মন ও শরীর সুস্থ ও সবল থাকে। অনেক সময় দেখা যায়, খেলায় বিপক্ষ দলকে হারাতে জোর করে নিয়ম তৈরি করে অনেকে।যবিপ্রবিতে যদি এমন কিছু দেখো তবে আমাকে জানাবে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের দলকেই ব্যান করে দিবো।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত দলের প্রতিনিধি ও কর্মকর্তাগণ সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়।এসময় খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী হাসিবুর রহমান জানান, যবিপ্রবির পরিবেশ অনেক সুন্দর। এখানে খেলতে এসে ভালো লাগছে,আশা করি সবাই সার্বিকভাবে সহযোগিতা করবে।

খেলতে আসা বুয়েট শিক্ষার্থী আকাশ জানান, এই প্রথমবারের মতো যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।যবিপ্রবির আবহাওয়া ও পরিবেশ খেলাধূলা সুলভ, আমরা অনেক স্বাচ্ছন্দ বোধ করছি।

Tag :

Please Share This Post in Your Social Media


যবিপ্রবিতে আজ থেকে শুরু হচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

Update Time : ০৫:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

যবিপ্রবি প্রতিনিধি-

‘খেলাধূলায় অংশগ্রহণ করি, মাদক মুক্ত জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

এসময় তিনি বলেন, যে প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা মূলত বঙ্গবন্ধু কন্যার কথা। তিনি সবসময় খেলাধূলাকে প্রাধান্য দেন,খেলাধূলার মাধ্যমে মন ও শরীর সুস্থ ও সবল থাকে। অনেক সময় দেখা যায়, খেলায় বিপক্ষ দলকে হারাতে জোর করে নিয়ম তৈরি করে অনেকে।যবিপ্রবিতে যদি এমন কিছু দেখো তবে আমাকে জানাবে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের দলকেই ব্যান করে দিবো।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত দলের প্রতিনিধি ও কর্মকর্তাগণ সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়।এসময় খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী হাসিবুর রহমান জানান, যবিপ্রবির পরিবেশ অনেক সুন্দর। এখানে খেলতে এসে ভালো লাগছে,আশা করি সবাই সার্বিকভাবে সহযোগিতা করবে।

খেলতে আসা বুয়েট শিক্ষার্থী আকাশ জানান, এই প্রথমবারের মতো যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।যবিপ্রবির আবহাওয়া ও পরিবেশ খেলাধূলা সুলভ, আমরা অনেক স্বাচ্ছন্দ বোধ করছি।