নোবিপ্রবিতে “রিসার্চ মেথোডলজি ” শীর্ষক প্রশিক্ষণ

  • Update Time : ০৭:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 160

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি: 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষার্থীদের মাঝে গবেষণার জ্ঞানকে ছড়িয়ে দিতে দুইমাস ব্যাপী “রিসার্চ মেথোডলজি ” শীর্ষক অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করেছে নোবিপ্রবি গবেষণা সংসদ।

অনলাইনে এই কোর্স আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নোবিপ্রবি গবেষণা সংসদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। কোর্সের রেজিষ্ট্রেশন লিংক:https://forms.gle/4RGMrt5Wo4YjpVHv8

আয়োজকরা আরো জানান,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষক এই কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন। কোর্সের যা যা শিখানো হবে:গবেষণা কি,গবেষণার প্রয়োজনীয়তা,গবেষণার ক্ষেত্র,গবেষণার ধাপসমূহ,গবেষণার গুরুত্ব, জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়,জার্নাল চেনার উপায়, গবেষণাপত্র লেখা ও প্রকাশ,গবেষণার টুলস, ডাটা এনালাইসিস টুলস,গবেষণাভিত্তিক ওয়েবসাইট, আন্তর্জাতিক র‍্যাংকিং,স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুই মাস ব্যাপী এই কোর্সে শিখানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নোবিপ্রবিতে “রিসার্চ মেথোডলজি ” শীর্ষক প্রশিক্ষণ

Update Time : ০৭:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি: 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষার্থীদের মাঝে গবেষণার জ্ঞানকে ছড়িয়ে দিতে দুইমাস ব্যাপী “রিসার্চ মেথোডলজি ” শীর্ষক অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করেছে নোবিপ্রবি গবেষণা সংসদ।

অনলাইনে এই কোর্স আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নোবিপ্রবি গবেষণা সংসদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। কোর্সের রেজিষ্ট্রেশন লিংক:https://forms.gle/4RGMrt5Wo4YjpVHv8

আয়োজকরা আরো জানান,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষক এই কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন। কোর্সের যা যা শিখানো হবে:গবেষণা কি,গবেষণার প্রয়োজনীয়তা,গবেষণার ক্ষেত্র,গবেষণার ধাপসমূহ,গবেষণার গুরুত্ব, জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়,জার্নাল চেনার উপায়, গবেষণাপত্র লেখা ও প্রকাশ,গবেষণার টুলস, ডাটা এনালাইসিস টুলস,গবেষণাভিত্তিক ওয়েবসাইট, আন্তর্জাতিক র‍্যাংকিং,স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুই মাস ব্যাপী এই কোর্সে শিখানো হবে।