ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ

  • Update Time : ০১:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 220

শাহিন রাজা, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন অনুষদের ৬১৪ নং কক্ষে এটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সহ সম্মানিত অতিথি বাংলাদেশ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় সুরেখা। অতিথি হিসেবে আরও ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভাগের শিক্ষার্থী নাদিয়া নাসিম ও সাদমান নাভিদ সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা। এসময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের শিক্ষক ও অতিথিরা দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সব সময় মানুষকে সেবা করতে হবে। কারও কাছ থেকে শুধু নেওয়ার চিন্তাধারা বাদ দিয়ে অন্যকেও কিছু দেওয়ার চিন্তা করতে হবে। সব সময় সৎ থাকতে হবে। পরিবারের কথা মাথায় রেখে চলাফেরা করতে হবে। বাবা মা যে আশা নিয়ে সবাইকে এখানে পাঠিয়েছে তাদের আশা পূর্ণ করতে সচেষ্ট থাকবে।’পরে বিভাগের আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ

Update Time : ০১:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

শাহিন রাজা, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন অনুষদের ৬১৪ নং কক্ষে এটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সহ সম্মানিত অতিথি বাংলাদেশ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় সুরেখা। অতিথি হিসেবে আরও ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভাগের শিক্ষার্থী নাদিয়া নাসিম ও সাদমান নাভিদ সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা। এসময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের শিক্ষক ও অতিথিরা দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সব সময় মানুষকে সেবা করতে হবে। কারও কাছ থেকে শুধু নেওয়ার চিন্তাধারা বাদ দিয়ে অন্যকেও কিছু দেওয়ার চিন্তা করতে হবে। সব সময় সৎ থাকতে হবে। পরিবারের কথা মাথায় রেখে চলাফেরা করতে হবে। বাবা মা যে আশা নিয়ে সবাইকে এখানে পাঠিয়েছে তাদের আশা পূর্ণ করতে সচেষ্ট থাকবে।’পরে বিভাগের আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।