ইবি ছাত্রলীগের সাদ্দাম হল ইউনিটের আলোচনা সভা

  • Update Time : ১২:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 198

শাহিন রাজা, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাদ্দাম হোসেন হল ইউনিট কর্তৃক ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করনীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের টিভি কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন খান এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি আফসার আহমেদ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নাসিম আহমেদ জয় সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ- সভাপতি মৃদুল হাসান, ছাত্রলীগ নেতা শিমুল, মেহেদী হাসান হাফিজ, শাহীন আলম, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও ইউনিটের নেতা-কর্মীরা ।

প্রধান বক্তার বক্তব্যে আফসার আহমেদ বলেন, ‘এক সময় এ বিশ্ববিদ্যালয়ে নারী ও অমুসলিম শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে পড়ার সুযোগ পেয়েছে।’

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে শিক্ষার্থীদের জন্য ক্রিয়েটিভ কাজ করতে হবে। সকল ক্রিয়েটিভ কাজে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। আমি আশাবাদী বর্তমান ছাত্রলীগ ছাত্রদের স্বার্থে সকল কাজ করতে পারবে।’

সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে ছাত্রসমাজের কি করা উচিত তা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন। এছাড়াও ইবি ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য, ত্যাগ-তিতিক্ষা, সফলতা বিশ্ববিদ্যালয় ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ইবি ছাত্রলীগের সাদ্দাম হল ইউনিটের আলোচনা সভা

Update Time : ১২:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

শাহিন রাজা, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাদ্দাম হোসেন হল ইউনিট কর্তৃক ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করনীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের টিভি কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন খান এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি আফসার আহমেদ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নাসিম আহমেদ জয় সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ- সভাপতি মৃদুল হাসান, ছাত্রলীগ নেতা শিমুল, মেহেদী হাসান হাফিজ, শাহীন আলম, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও ইউনিটের নেতা-কর্মীরা ।

প্রধান বক্তার বক্তব্যে আফসার আহমেদ বলেন, ‘এক সময় এ বিশ্ববিদ্যালয়ে নারী ও অমুসলিম শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে পড়ার সুযোগ পেয়েছে।’

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে শিক্ষার্থীদের জন্য ক্রিয়েটিভ কাজ করতে হবে। সকল ক্রিয়েটিভ কাজে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। আমি আশাবাদী বর্তমান ছাত্রলীগ ছাত্রদের স্বার্থে সকল কাজ করতে পারবে।’

সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে ছাত্রসমাজের কি করা উচিত তা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন। এছাড়াও ইবি ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য, ত্যাগ-তিতিক্ষা, সফলতা বিশ্ববিদ্যালয় ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।