‘গ্রন্থাগার একটি জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখে’

  • Update Time : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 174

শাহিন রাজা, ইবি:

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩। দিনটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সমবেত হয়।

এরপর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘গ্রন্থাগার একটি জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান। ২০১৮ সাল থেকে জাতীয়ভাবে এ দিনটি পালন করা হচ্ছে। দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করা।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্ঠা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনে করি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

উপ-গ্রন্থাগারিক আব্দুল আজিজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানপ্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


‘গ্রন্থাগার একটি জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখে’

Update Time : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

শাহিন রাজা, ইবি:

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩। দিনটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সমবেত হয়।

এরপর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘গ্রন্থাগার একটি জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান। ২০১৮ সাল থেকে জাতীয়ভাবে এ দিনটি পালন করা হচ্ছে। দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করা।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্ঠা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনে করি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

উপ-গ্রন্থাগারিক আব্দুল আজিজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানপ্রমুখ।