অনিশ্চয়তা নিয়ে হল ছাড়ছেন চবি শিক্ষার্থীরা

  • Update Time : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 153

ক্যাম্পাস প্রতিবেদক:

নানা নাটকীয়তার পর প্রশাসনের নির্দেশ মেনে হল ছাড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের আবাসিক শিক্ষার্থীরা। প্রশাসনের দেওয়া হঠাৎ এক মাস বন্ধের সিদ্ধান্তে অনিশ্চয়তা নিয়ে হল ছাড়ছেন তারা। এতে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার মধ্যে চারুকলা শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্ত দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, হল সংস্কারের কাজে এক মাস সময় লাগবে। তাই ইনস্টিটিউট বন্ধ থাকবে। পরীক্ষা বন্ধ বা স্থগিত থাকবে।

প্রশাসনের এ সিদ্ধান্ত প্রথমে মানতে নারাজ ছিলেন আন্দোলনকারীরা। তাছাড়া হল ওয়ার্ডেন তাদের হল ছাড়ার ব্যাপারে নির্দেশ দেয় রাত ৮টায়। ২ ঘণ্টার মধ্যে এক মাসের জন্য হল ছেড়ে কোথায় যাবে তা নিয়ে শিক্ষার্থীরা পড়েন ভোগান্তিতে। তাদের আশা ছিল- বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে তাদের সঙ্গে যোগাযোগ করবে ও বিকল্প থাকার ব্যবস্থা করে দেবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি খবরও নেয়নি। শুধুই নির্দেশনা দিয়ে তা মেনে নিতে বলেছে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শুভ বলেন, ৩০এর অধিক শিক্ষার্থী রাস্তায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। অনেকেরই ঠিক হয়নি কোথায় যাবে। এক মাসের জন্য বাড়িতে চলে যাওয়া সম্ভব না। কারণ অধিকাংশ শিক্ষার্থীদের টিউশন রয়েছে। এভাবে ভোগান্তিতে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ করে আছে ভাবতেই অবাক লাগে।

তিনি বলেন, আমরা ১০টা পর্যন্ত প্রশাসনের জন্য অপেক্ষা করেছি। ভেবেছি তারা আমাদের কোনো বিকল্প উপায় করে দেবে। কিন্তু তারা আসেনি।

মাস্টার্সের শিক্ষার্থী জাদব দেবনাথ বলেন, আমি কিছু বন্ধুকে আমার বাসায় নিতে এসেছি। এসে দেখি অনেকেই দাঁড়িয়ে আছে। যাওয়ার জায়গা নেই। এত রাতে বাড়িতে যাবে সেই সুযোগও নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তাদের বিকেল ৫টায় হল ছাড়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ভালোর জন্যই। এ বন্ধের সময়ে ইনস্টিটিউট সংস্কার করা হবে। মূলত ইনস্টিটিউট সংস্কারের দাবিতেই তারা আন্দোলন শুরু করেছিল।

Tag :

Please Share This Post in Your Social Media


অনিশ্চয়তা নিয়ে হল ছাড়ছেন চবি শিক্ষার্থীরা

Update Time : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

ক্যাম্পাস প্রতিবেদক:

নানা নাটকীয়তার পর প্রশাসনের নির্দেশ মেনে হল ছাড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের আবাসিক শিক্ষার্থীরা। প্রশাসনের দেওয়া হঠাৎ এক মাস বন্ধের সিদ্ধান্তে অনিশ্চয়তা নিয়ে হল ছাড়ছেন তারা। এতে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার মধ্যে চারুকলা শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্ত দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, হল সংস্কারের কাজে এক মাস সময় লাগবে। তাই ইনস্টিটিউট বন্ধ থাকবে। পরীক্ষা বন্ধ বা স্থগিত থাকবে।

প্রশাসনের এ সিদ্ধান্ত প্রথমে মানতে নারাজ ছিলেন আন্দোলনকারীরা। তাছাড়া হল ওয়ার্ডেন তাদের হল ছাড়ার ব্যাপারে নির্দেশ দেয় রাত ৮টায়। ২ ঘণ্টার মধ্যে এক মাসের জন্য হল ছেড়ে কোথায় যাবে তা নিয়ে শিক্ষার্থীরা পড়েন ভোগান্তিতে। তাদের আশা ছিল- বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে তাদের সঙ্গে যোগাযোগ করবে ও বিকল্প থাকার ব্যবস্থা করে দেবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি খবরও নেয়নি। শুধুই নির্দেশনা দিয়ে তা মেনে নিতে বলেছে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শুভ বলেন, ৩০এর অধিক শিক্ষার্থী রাস্তায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। অনেকেরই ঠিক হয়নি কোথায় যাবে। এক মাসের জন্য বাড়িতে চলে যাওয়া সম্ভব না। কারণ অধিকাংশ শিক্ষার্থীদের টিউশন রয়েছে। এভাবে ভোগান্তিতে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ করে আছে ভাবতেই অবাক লাগে।

তিনি বলেন, আমরা ১০টা পর্যন্ত প্রশাসনের জন্য অপেক্ষা করেছি। ভেবেছি তারা আমাদের কোনো বিকল্প উপায় করে দেবে। কিন্তু তারা আসেনি।

মাস্টার্সের শিক্ষার্থী জাদব দেবনাথ বলেন, আমি কিছু বন্ধুকে আমার বাসায় নিতে এসেছি। এসে দেখি অনেকেই দাঁড়িয়ে আছে। যাওয়ার জায়গা নেই। এত রাতে বাড়িতে যাবে সেই সুযোগও নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তাদের বিকেল ৫টায় হল ছাড়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ভালোর জন্যই। এ বন্ধের সময়ে ইনস্টিটিউট সংস্কার করা হবে। মূলত ইনস্টিটিউট সংস্কারের দাবিতেই তারা আন্দোলন শুরু করেছিল।