নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো হাল্ট প্রাইজের গ্র‍্যান্ড ফাইনাল

  • Update Time : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 180

শুভ ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পঞ্চমবারের মতো৷৷৷ অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের অনক্যাম্পাস গ্র‍্যান্ড ফাইনাল।

শনিবার, ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে চূড়ান্ত প্রতিযোগীতার অনুষ্ঠানটির আয়োজন আয়োজিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সানজিদা আক্তার অনুষ্ঠানটির হেড অফ প্রমোশন এন্ড এ্যাংগেজ। প্রতিটি টিম তাদের আইডিয়া উপস্থাপন করার জন্য ৬ মিনিট এবং বিচারকরা তাদের প্রশ্ন করার জন্য ৪ মিনিট করে সময় পেয়েছেন।

সেমিফাইনাল থেকে নির্বাচিত ৫ টি টিম নিয়ে আয়োজিত এই ফাইনালে চ্যাম্পিয়ন হয় “টিম অল্টার” যাদের আইডিয়া ছিলো কোম্পানির কাটিং বিভাগ থেকে অপচয় হওয়া কাপড় বা বাড়তি কাপড় থেকে পোশাক তৈরি। ১ম রানার্সআপ হয় “টিম ডমিনেটর্স” যাদের আইডিয়া হলো বিক্রি না হওয়া পোশাকগুলোকে আপসাইক্লিং বা পোশাকেগুলোতে নতুনত্ব যোগ করা এবং ২য় রানার্সআপ হয় “টিম পিলগ্রীম” তাদের আইডিয়া হলো পাটের তৈরি অভিনব আইডিয়ায় নতুন পণ্য তৈরি করা।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নয়ন মন্ডল (ডেপুটি ম্যানেজার অব ইন্টারন্যাশনাল অপারেশন, অশোক লেল্যান্ড), তারিফ মোহাম্মদ খান (হেড অব ব্র্যান্ড স্ট্র্যাটেজি অফ ডেকো ইশো গ্রুপ), আনন্দ কুটুম (সিইও অব কুটুম ইন্টেরিয়র এন্ড অনার এব ঝিল কুটুম ক্যাফে)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, বিগত বছরগুলোর ক্যাম্পাস ডিরেক্টর্স, মেন্টর্স, ক্লাব পার্টনার্স, স্পনসর পার্টনার ও আয়োজক কমিটির সদস্যরা। আয়োজনটিতে স্পন্সর হিসেবে ছিল আরশিলতা ও সিটি ল্যাব ময়মনসিংহ।

Tag :

Please Share This Post in Your Social Media


নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো হাল্ট প্রাইজের গ্র‍্যান্ড ফাইনাল

Update Time : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

শুভ ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পঞ্চমবারের মতো৷৷৷ অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের অনক্যাম্পাস গ্র‍্যান্ড ফাইনাল।

শনিবার, ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে চূড়ান্ত প্রতিযোগীতার অনুষ্ঠানটির আয়োজন আয়োজিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সানজিদা আক্তার অনুষ্ঠানটির হেড অফ প্রমোশন এন্ড এ্যাংগেজ। প্রতিটি টিম তাদের আইডিয়া উপস্থাপন করার জন্য ৬ মিনিট এবং বিচারকরা তাদের প্রশ্ন করার জন্য ৪ মিনিট করে সময় পেয়েছেন।

সেমিফাইনাল থেকে নির্বাচিত ৫ টি টিম নিয়ে আয়োজিত এই ফাইনালে চ্যাম্পিয়ন হয় “টিম অল্টার” যাদের আইডিয়া ছিলো কোম্পানির কাটিং বিভাগ থেকে অপচয় হওয়া কাপড় বা বাড়তি কাপড় থেকে পোশাক তৈরি। ১ম রানার্সআপ হয় “টিম ডমিনেটর্স” যাদের আইডিয়া হলো বিক্রি না হওয়া পোশাকগুলোকে আপসাইক্লিং বা পোশাকেগুলোতে নতুনত্ব যোগ করা এবং ২য় রানার্সআপ হয় “টিম পিলগ্রীম” তাদের আইডিয়া হলো পাটের তৈরি অভিনব আইডিয়ায় নতুন পণ্য তৈরি করা।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নয়ন মন্ডল (ডেপুটি ম্যানেজার অব ইন্টারন্যাশনাল অপারেশন, অশোক লেল্যান্ড), তারিফ মোহাম্মদ খান (হেড অব ব্র্যান্ড স্ট্র্যাটেজি অফ ডেকো ইশো গ্রুপ), আনন্দ কুটুম (সিইও অব কুটুম ইন্টেরিয়র এন্ড অনার এব ঝিল কুটুম ক্যাফে)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, বিগত বছরগুলোর ক্যাম্পাস ডিরেক্টর্স, মেন্টর্স, ক্লাব পার্টনার্স, স্পনসর পার্টনার ও আয়োজক কমিটির সদস্যরা। আয়োজনটিতে স্পন্সর হিসেবে ছিল আরশিলতা ও সিটি ল্যাব ময়মনসিংহ।