নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড

  • Update Time : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / 281

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড। এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় “রি ডিজাইনিং ফ্যাশন”৷

সোমবার, ২৬ ডিসেম্বর বেলা ৩ টায় অনলাইনে সেমিফাইনালের আয়োজন সম্পন্ন হয়। আয়োজনের শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি দল তাদের আইডিয়া উপস্থাপনে ৫ মিনিট এবং বিচারকদের প্রশ্ন উত্তরে ৩ মিনিট সময় বরাদ্দ ছিল।

ইতিমধ্যেই প্রথম রাউন্ডে পোশাকশিল্প নিয়ে নিজেদের অসাধারণ সব ব্যবসা উদ্যোগ প্রস্তাবনা করেছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ উদ্যোক্তরা। প্রথম রাউন্ডে সাবমিট করা ৬২ টি আইডিয়া থেকে সেরা ১০ টি বিজনেস আইডিয়া নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে স্পন্সর হিসেবে ছিলেন আরশিলতা এবং সিটি ল্যাব ময়মনসিংহ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং সম্মানিত শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিচারকরা জানান এর আগেও হাল্ট প্রাইজ থেকে নানাধরণের উদ্যোগ এসেছে যা সমাজে অসামান্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও আরো সুন্দর উদ্যোগের আশা ব্যক্ত করেন তারা।

ইভেন্টে অংশ নেয়া দলগুলো বিভিন্ন বিষয়ে নিজেদের আইডিয়া উপস্থাপন করেন। বিচারকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা দেখান কীভাবে এই আইডিয়াগুলো এসডিজির সাথে সম্পর্ক স্থাপন করে বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড

Update Time : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড। এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় “রি ডিজাইনিং ফ্যাশন”৷

সোমবার, ২৬ ডিসেম্বর বেলা ৩ টায় অনলাইনে সেমিফাইনালের আয়োজন সম্পন্ন হয়। আয়োজনের শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি দল তাদের আইডিয়া উপস্থাপনে ৫ মিনিট এবং বিচারকদের প্রশ্ন উত্তরে ৩ মিনিট সময় বরাদ্দ ছিল।

ইতিমধ্যেই প্রথম রাউন্ডে পোশাকশিল্প নিয়ে নিজেদের অসাধারণ সব ব্যবসা উদ্যোগ প্রস্তাবনা করেছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ উদ্যোক্তরা। প্রথম রাউন্ডে সাবমিট করা ৬২ টি আইডিয়া থেকে সেরা ১০ টি বিজনেস আইডিয়া নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে স্পন্সর হিসেবে ছিলেন আরশিলতা এবং সিটি ল্যাব ময়মনসিংহ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং সম্মানিত শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিচারকরা জানান এর আগেও হাল্ট প্রাইজ থেকে নানাধরণের উদ্যোগ এসেছে যা সমাজে অসামান্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও আরো সুন্দর উদ্যোগের আশা ব্যক্ত করেন তারা।

ইভেন্টে অংশ নেয়া দলগুলো বিভিন্ন বিষয়ে নিজেদের আইডিয়া উপস্থাপন করেন। বিচারকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা দেখান কীভাবে এই আইডিয়াগুলো এসডিজির সাথে সম্পর্ক স্থাপন করে বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখবে।