আর্জেন্টিনার জয়ে রাবিতে গরু-খাসি জবাই করে ভূরিভোজ
- Update Time : ০১:০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / 162
রাবি প্রতিনিধি:
কাতার ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই জয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
আর্জেন্টিনা সমর্থকরা। তারই ধারাবাহিকতায় এবার গরু-খাসি জবাই করে ভূরিভোজ করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
বৃহস্পতিবার( ২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আয়োজনে ক্যাম্পাসের শেখ রাসেল মাঠে এই ভূরিভোজের আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই আর্জেন্টিনা সমর্থকরা ছাড়াও অন্যান্য দলের সমর্থকরা শেখ রাসেল মাঠে জড় হতে থাকে। একটি গরু ও একটি খাসি জবাই করে সকাল থেকেই রান্নার কাজ চলতে থাকে। দুপুরে সমর্থকদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাবি আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু একটি বিশ্বকাপ ছিলো। এবার সেই অপূর্ণতা পূরণ হয়েছে। বিশ্বকাপ জেতার পর থেকেই ছেলেরা অনন্দ উৎসব করেতেছে, সেই অনন্দে আরও বাড়িয়ে দিতে আজকের এই ভূড়িভোজের আয়োজন করা হয়েছে। এখানে আর্জেন্টিনার সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকরা উপস্থিত আছে, এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে’।
এসময় ফ্যানস ক্লাবের সভাপতি মো: আসাদুল্লাহ- হিল-গালিব বলেন, ‘এটা মেসির শেষ বিশ্বকাপ ছিলো, এবার মেসির হাতে কাপ না উঠলে ফুটবল কখনও পূর্ণতা পেতো না। আর্জেন্টিনার জয়ে আমরা অনেক আনন্দিত। আনন্দের এই সময়টাকে স্মরণীয় করে রাখতে আজকের এই আয়োজন’।