রাবিতে ছাত্র সংসদ নির্বাচন ও হলের দখলদারিত্ব নিষিদ্ধসহ ১৬ দফা দাবি

  • Update Time : ০৩:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 168

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন ও আবাসিক হলে সকল ধরনের ‘রাজনৈতিক ব্লক’ এর নামে দখলদারিত্ব নিষিদ্ধ সহ ১৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তারা এই সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় চলে শ্রমজীবী মানুষের করের টাকায় তাই বিশ্ববিদ্যালয়ের দায় রয়েছে এখান থেকে উৎপাদনশীল মানুষ বের করা। কিন্তু দুঃখের সাথে বলছি রাজনীতিবিদদের তৈরির যে প্রক্রিয়া, যেটি প্রডাকশন হাউস হিসেবে কাজ করবে, রাকসু বন্ধ থাকার কারনে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে’।

তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই ফলে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা মাদার অর্গানাইজেশনের ছায়া সংগঠন হিসেবে কাজ করছে। যার ফলে বিভিন্ন হলে দখলদারিত্ব চলছে,সিট দখল চলছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন চলছে ও ছিনতাই এর মতো ঘটনা ঘটছে। দীর্ঘদিন রাকসু না থাকার কারনে প্রশাসন একটি স্বেচ্ছাচারির ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া পেশ করার জায়গা পাচ্ছে না আবার পেশ করতে গেলেও প্রশাসন তাদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করে’।

সম্মেলনে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্যাম্পাস পরিচালনার লক্ষে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর ১৬ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলোঃ
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন ও পূর্ণাঙ্গ সিনেট কার্যকর করতে হবে, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ ও বৈধ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে, আবাসিক হলে সকল ধরনের রাজনৈতিক ব্লক নিষিদ্ধ করতে হবে, আবাসিক হলের ডাইনিং এবং ক্যান্টিনসমূহে খাবারের পুষ্টিগুণ নিশ্চিত করে খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং খাবারের মূল্য কমিয়ে ভর্তুকীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে ৭ দিন এবং সার্বক্ষণিক খোলা রাখতে হবে, ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ, লাইব্রেরি ওয়ার্ক, কো-কারিকলাম ও বিবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে যাতায়াতের জন্য রুট বৃদ্ধিসহ পরিবহন দপ্তরে পর্যাপ্তসংখ্যক বাস সংযুক্ত করতে হবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসকের অবস্থান, প্রয়োজনীয় মাত্রায় উন্নত মানের ওষুধ সংরক্ষণ, রোগনির্ণয়, যন্ত্রপাতি, ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবার ব্যবস্থা রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দকৃত বাজেট বৃদ্ধি এবং উন্নত মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।

এছাড়াও অন্যান্য দাবিগুলো হলো- পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ করতে হবে এবং নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে, হল প্রশাসন এবং বিভাগসমূহে নামে বেনামে আদায়কৃত সকল ধরনের অযৌক্তিক ফি বাতিল করতে হবে, ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, ক্যাম্পাসে চুরি, ছিনতাই, শিক্ষার্থী নির্যাতন এবং যৌনহয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার উত্তরপত্রে রোল নম্বর এর পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার মতো কোড সিস্টেম চালু করে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলমান পোষ্য কোটা বাতিল করতে হবে, সম্প্রতি শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে নিহত শাহরিয়ারের ঘটনা সঠিকভাবে তদন্ত করে মৃত্যুর সঠিক কারন নির্নয় করতে হবে, ডাক্তারদের অবহেলা আছে কিনা দেখে সঠিক তদন্ত করে ব্যবস্থা এবং রাবি চিকিৎসা কেন্দ্রের কোন অবহেলা থাকলে তদন্ত করে বের করতে হবে।

এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদি হাসান মুন্না, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান, রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

সংবাদ সম্মেলনের শেষে নেতাকর্মীরা প্রায় ১০০০ শিক্ষার্থীদের মধ্যে ১৬ দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে ছাত্র সংসদ নির্বাচন ও হলের দখলদারিত্ব নিষিদ্ধসহ ১৬ দফা দাবি

Update Time : ০৩:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন ও আবাসিক হলে সকল ধরনের ‘রাজনৈতিক ব্লক’ এর নামে দখলদারিত্ব নিষিদ্ধ সহ ১৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তারা এই সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় চলে শ্রমজীবী মানুষের করের টাকায় তাই বিশ্ববিদ্যালয়ের দায় রয়েছে এখান থেকে উৎপাদনশীল মানুষ বের করা। কিন্তু দুঃখের সাথে বলছি রাজনীতিবিদদের তৈরির যে প্রক্রিয়া, যেটি প্রডাকশন হাউস হিসেবে কাজ করবে, রাকসু বন্ধ থাকার কারনে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে’।

তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই ফলে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা মাদার অর্গানাইজেশনের ছায়া সংগঠন হিসেবে কাজ করছে। যার ফলে বিভিন্ন হলে দখলদারিত্ব চলছে,সিট দখল চলছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন চলছে ও ছিনতাই এর মতো ঘটনা ঘটছে। দীর্ঘদিন রাকসু না থাকার কারনে প্রশাসন একটি স্বেচ্ছাচারির ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া পেশ করার জায়গা পাচ্ছে না আবার পেশ করতে গেলেও প্রশাসন তাদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করে’।

সম্মেলনে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্যাম্পাস পরিচালনার লক্ষে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর ১৬ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলোঃ
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন ও পূর্ণাঙ্গ সিনেট কার্যকর করতে হবে, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ ও বৈধ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে, আবাসিক হলে সকল ধরনের রাজনৈতিক ব্লক নিষিদ্ধ করতে হবে, আবাসিক হলের ডাইনিং এবং ক্যান্টিনসমূহে খাবারের পুষ্টিগুণ নিশ্চিত করে খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং খাবারের মূল্য কমিয়ে ভর্তুকীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে ৭ দিন এবং সার্বক্ষণিক খোলা রাখতে হবে, ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ, লাইব্রেরি ওয়ার্ক, কো-কারিকলাম ও বিবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে যাতায়াতের জন্য রুট বৃদ্ধিসহ পরিবহন দপ্তরে পর্যাপ্তসংখ্যক বাস সংযুক্ত করতে হবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসকের অবস্থান, প্রয়োজনীয় মাত্রায় উন্নত মানের ওষুধ সংরক্ষণ, রোগনির্ণয়, যন্ত্রপাতি, ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবার ব্যবস্থা রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দকৃত বাজেট বৃদ্ধি এবং উন্নত মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।

এছাড়াও অন্যান্য দাবিগুলো হলো- পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ করতে হবে এবং নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে, হল প্রশাসন এবং বিভাগসমূহে নামে বেনামে আদায়কৃত সকল ধরনের অযৌক্তিক ফি বাতিল করতে হবে, ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, ক্যাম্পাসে চুরি, ছিনতাই, শিক্ষার্থী নির্যাতন এবং যৌনহয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার উত্তরপত্রে রোল নম্বর এর পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার মতো কোড সিস্টেম চালু করে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলমান পোষ্য কোটা বাতিল করতে হবে, সম্প্রতি শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে নিহত শাহরিয়ারের ঘটনা সঠিকভাবে তদন্ত করে মৃত্যুর সঠিক কারন নির্নয় করতে হবে, ডাক্তারদের অবহেলা আছে কিনা দেখে সঠিক তদন্ত করে ব্যবস্থা এবং রাবি চিকিৎসা কেন্দ্রের কোন অবহেলা থাকলে তদন্ত করে বের করতে হবে।

এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদি হাসান মুন্না, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান, রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

সংবাদ সম্মেলনের শেষে নেতাকর্মীরা প্রায় ১০০০ শিক্ষার্থীদের মধ্যে ১৬ দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করেন।