রাবিতে বাসের ট্রিপ সংখ্যা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি
- Update Time : ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / 228
রনি আহমেদ, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের( রাবি) বাসের ট্রিপ সংখ্যা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাম তিন সংগঠন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
দাবিগুলো হলো- বাসের ট্রিপ সংখ্যা বাড়াতে হবে, পরিবহন খাতের ব্যায়ের হিসাব দিতে হবে,যাত্রী ছাউনী নির্মাণ করতে হবে, পরিবহন চত্বর সংস্কার করতে হবে,পরিবহনে প্রয়োজনীয় লোকবল নিয়োগদিতে হবে।
এসময় বিপ্লবী ছাত্রমৈত্রির সভাপতি শাকিল হোসেন বলেন, ‘যে শিক্ষার্থীর ৯ টায় ক্লাস তাকেও ৭টার বাসে উঠতে হচ্ছে আবার যে শিক্ষার্থীদের ১১ টায় ক্লাস তাকেও ৭ টার বাসে উঠতে হচ্ছ শুধুমাত্র পরবর্তী বাস না থাকার কারনে। জ্বালানি তেলের সংকট থাকলে অন্যান্য দেশে গণপরিবহনের সংখ্যা বৃদ্ধিকরে আর আমাদের দেশে গণপরিবহনের সংখ্যা না বাড়িয়ে ট্রিপ সংখ্যা কমানো হচ্ছে। যার একমাত্র উদ্দেশ্য এখান থেকে অতিরিক্ত মুনাফা লাভ করা এবং এর মাধ্যমে লুট-পাটের বৈধতা দান করা’।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সরে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের খাবার থেকে শুরু করে যে সকল ব্যায় বেড়েছে তার ব্যায় কমাতে ভর্তুকি দিতে হবে এবং পরিবহন খাতের নৈরাজ্য দুর করতে হবে’।
রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাকিরা খাতুন বলেন, ‘আমরা হিসেব করে দেখেছি প্রতিদিন গড়ে ৭৫০ কিলোমিটার পর্যন্ত বাস চলাচল করে,প্রতিদিন যার বাজেট থাকে ৭৪০০০ টাকার মতো, এই টাকায় ৬৮০ লিটার ডিজেল কেনা যায়, কিন্তু আমাদের প্রতিদিন লাগে ১৫০ লিটার মতো। তাহলে বাকি যে ৫৩০ লিটার ডিজেলের টাকা সেটা যাচ্ছে কোথায়? আমরা যেভাবে শুনি এই প্রশাসন শিক্ষার্থী বান্ধব তাদের উচিত ছিলো বাসের ট্রিপ সংখ্যা আরও বাড়ানো, রুট সংখ্য আরও বাড়ানো।কারন আমাদের অনেক শিক্ষার্থী আশেপাশের অঞ্চল থেকে আসে তাদের পরিবারের আয় বাড়েনি কিন্তু শিক্ষা খরচ অনেক বেড়ে গেছে’।
উল্লেখ্য, ২০১৬ সালে বাসের ট্রিপের সংখ্যা ছিলো ৮ টি, যা ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত কমিয়ে ৫ টি করা হয়। গত রমজানে কমিয়ে করা হয় চারটি এবং সর্বশেষ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারনে বাসের ট্রিপ সংখ্য কমিয়ে ২ টি করা হয়।