রাবির আবাসিক হলের বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- Update Time : ১০:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / 261
রনি আহমেদ, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের বারান্দা থেকে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার(১৯ই অক্টোবর) রাত আটটার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ৩য় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থীর রুম নম্বর ৩৫৪। এটি হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্বপাশ। কিন্তু তিনি একই ব্লকের একদম পশ্চিম পারের নিচে পরে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে তাকে মেডিকেলে নিয়ে যায়।
হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, পরে যাওয়ার শব্দ শুনে এসে দেখি একজন উপর থেকে পরে গেছে। এরপর আরো কয়েকজন মিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছে। এটির জন্য একটি অপমৃত্যু মামলা হবে।’