শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে ঢাবির প্রতিটি হলে

  • Update Time : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / 201

ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে আমি একটি প্রতিনিধি দল আইসিটি বিভাগ থেকে পাঠাবো। ঢাবি উপাচার্যের সঙ্গে কথা বলে একটা কমিটি করবো।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ছাত্রজীবনে বাড়তি কিছু আয়ের সুযোগ তৈরি করবে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক পর্যায়ে প্রায় ২০-২৫ হাজার ছাত্র-ছাত্রী আছেন, তাদের ছাত্রজীবন অবস্থায় বাড়তি কিছু আয়ের সুযোগ করে দেওয়ার জন্য ১৮টি আবাসিক হলে ১৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব অল্পদিনের মধ্যে স্থাপন করে দেবো। যাতে তারা সে ল্যাবে বসে একদিকে ডিজিটাল বুক এক্সেস করবে, প্রয়োজনে তারা ইন্টারনেটে ব্রাউজ করবে, অপরদিকে তারা আইটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সার হয়ে তাদের পারিবারিক আর্থিক যে সহযোগিতা সেটা করতে পারবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পেপারলেস, ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস হিসেবে তৈরি করার জন্য যা যা সহযোগিতা লাগে সেটা দেওয়া হবে বলে উল্লেখ করেন জোনায়েদ আহমেদ পলক৷

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাউছার, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে ঢাবির প্রতিটি হলে

Update Time : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে আমি একটি প্রতিনিধি দল আইসিটি বিভাগ থেকে পাঠাবো। ঢাবি উপাচার্যের সঙ্গে কথা বলে একটা কমিটি করবো।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ছাত্রজীবনে বাড়তি কিছু আয়ের সুযোগ তৈরি করবে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক পর্যায়ে প্রায় ২০-২৫ হাজার ছাত্র-ছাত্রী আছেন, তাদের ছাত্রজীবন অবস্থায় বাড়তি কিছু আয়ের সুযোগ করে দেওয়ার জন্য ১৮টি আবাসিক হলে ১৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব অল্পদিনের মধ্যে স্থাপন করে দেবো। যাতে তারা সে ল্যাবে বসে একদিকে ডিজিটাল বুক এক্সেস করবে, প্রয়োজনে তারা ইন্টারনেটে ব্রাউজ করবে, অপরদিকে তারা আইটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সার হয়ে তাদের পারিবারিক আর্থিক যে সহযোগিতা সেটা করতে পারবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পেপারলেস, ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস হিসেবে তৈরি করার জন্য যা যা সহযোগিতা লাগে সেটা দেওয়া হবে বলে উল্লেখ করেন জোনায়েদ আহমেদ পলক৷

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাউছার, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।