রাবিতে ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ শুরু ১৭ অক্টোবর

  • Update Time : ০২:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / 249

রনি আহমেদ,রাবি প্রতিনিধি:

সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মত দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। এবারের মেলায় বাংলাদেশের১০৫ টি এবং ভরতের ৬৫ টি পত্রিকার অংশগ্রহণ করছে।

শনিবার (১৫ ই অক্টোবর,২০২২) সকালে বিশ্ববিদ্যালয়র শহীদুল্লাহ্ কলাভবনের সামনে চিহ্ন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্পাদক ও মেলার আহ্বায়ক শহীদ ইকবাল।

সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চিহ্ন’র আয়োজনে ১৭ অক্টোবর সকাল ১০ টায মেলাটির উদ্ধোধন করবেন প্রসিদ্ধ লিটলম্যাগব্যক্তিত্ব সন্দীপ দত্ত। এতে প্রধান অতথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। এদিন প্রয়াত দেশবরেণ্য লেখকদের নিয়ে মামুন মুস্তফার সঞ্চলনায় বসবে আড্ডা’প্রয়াত প্রিয়জন’। এছাড়াও সারাদিন ব্যাপী চলবে ‘সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব ও লিটলম্যাগ’ শিরোনামে মোহাম্মদ আজমের মুক্তভাষণ। তাছাড়াও ‘গল্প ও কবিতাপাঠ’, ‘ভাষা অনুবাদ,অনুবাদের ভাষা’ প্রসঙ্গে আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে প্রথম দিনের মেলা শেষ হবে।

মেলার দ্বিতীয় দিন (১৮ আক্টোবর) শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি : দ্বৈরথ ও দ্বন্ব’ আড্ডা দিয়ে। এরপর প্রবন্ধপাঠ ও মেলা উপলক্ষে প্রকাশিত-গ্রন্থ ও পত্রিকার ‘মোড়ক উন্মোচন’ করা হবে। এদিন চিহ্ন সাহিত্যপুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত সম্মাননায় ভূষিত হবেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক জুলফিকার মতিন এবং চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা যাবে: তৃতীয় চোখ (বাংলাদেশ) ও নৌকো (ভারত)’র ঘরে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্রায় দুই দশক থেকে নিয়মিত বের হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে প্রথমবারের মতো দেশের লেখক-লিটল ম্যাগাজিনের সম্পাদক আর বুদ্ধিবৃত্তির মানুষদের নিয়ে আয়োজন করে চিহ্নমেলার। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো, ২০১৬ সালে তৃতীয়বারের মতো, ২০১৯ সালে চতুর্থ বারের মতো এ আসর বসেছিল

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ শুরু ১৭ অক্টোবর

Update Time : ০২:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

রনি আহমেদ,রাবি প্রতিনিধি:

সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মত দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। এবারের মেলায় বাংলাদেশের১০৫ টি এবং ভরতের ৬৫ টি পত্রিকার অংশগ্রহণ করছে।

শনিবার (১৫ ই অক্টোবর,২০২২) সকালে বিশ্ববিদ্যালয়র শহীদুল্লাহ্ কলাভবনের সামনে চিহ্ন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্পাদক ও মেলার আহ্বায়ক শহীদ ইকবাল।

সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চিহ্ন’র আয়োজনে ১৭ অক্টোবর সকাল ১০ টায মেলাটির উদ্ধোধন করবেন প্রসিদ্ধ লিটলম্যাগব্যক্তিত্ব সন্দীপ দত্ত। এতে প্রধান অতথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। এদিন প্রয়াত দেশবরেণ্য লেখকদের নিয়ে মামুন মুস্তফার সঞ্চলনায় বসবে আড্ডা’প্রয়াত প্রিয়জন’। এছাড়াও সারাদিন ব্যাপী চলবে ‘সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব ও লিটলম্যাগ’ শিরোনামে মোহাম্মদ আজমের মুক্তভাষণ। তাছাড়াও ‘গল্প ও কবিতাপাঠ’, ‘ভাষা অনুবাদ,অনুবাদের ভাষা’ প্রসঙ্গে আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে প্রথম দিনের মেলা শেষ হবে।

মেলার দ্বিতীয় দিন (১৮ আক্টোবর) শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি : দ্বৈরথ ও দ্বন্ব’ আড্ডা দিয়ে। এরপর প্রবন্ধপাঠ ও মেলা উপলক্ষে প্রকাশিত-গ্রন্থ ও পত্রিকার ‘মোড়ক উন্মোচন’ করা হবে। এদিন চিহ্ন সাহিত্যপুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত সম্মাননায় ভূষিত হবেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক জুলফিকার মতিন এবং চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা যাবে: তৃতীয় চোখ (বাংলাদেশ) ও নৌকো (ভারত)’র ঘরে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্রায় দুই দশক থেকে নিয়মিত বের হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে প্রথমবারের মতো দেশের লেখক-লিটল ম্যাগাজিনের সম্পাদক আর বুদ্ধিবৃত্তির মানুষদের নিয়ে আয়োজন করে চিহ্নমেলার। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো, ২০১৬ সালে তৃতীয়বারের মতো, ২০১৯ সালে চতুর্থ বারের মতো এ আসর বসেছিল