জবির ছাত্রী হলে অগ্নি নির্বাপন মহড়া
- Update Time : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / 200
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের আমন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত হল অগ্নি নির্বাপন মহড়া। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জবির একমাত্র ছাত্রী হলে অগ্নি নির্বাপন মহড়াটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা জোন-১ এর কমান্ডার মো: বজলুল রশিদের নেতৃত্বে হলের শিক্ষার্থীদের সরাসরি, ভার্চুয়ালি এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
অগ্নি নির্বাপন মহড়ার বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, মহড়ার প্রথম দিকে ছাত্রীদের তেমন উপস্থিতি ছিলনা। কিন্তু দ্রুতই চিত্র পাল্টে যায়,হলের মেয়েরা বিষয়টিকে আগ্রহের সাথে গ্রহণ করে এবং বিষয়টিকে উপভোগ করে। হলের শিক্ষার্থীরা মহড়ার সময়ে প্রশিক্ষকদের কাছে একাধিক প্রশ্ন করেছে এমনকি নিজেরা ব্যবহারিকভাবেও অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণ করে আগুন নিভিয়েছে। আমি আশাবাদী এ মহড়া শিক্ষার্থীদের উপকারে আসবে।
উল্লখ্য, ১৯ সেপ্টেম্বর রাতে ছাত্রী হলে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে ছোট্ট একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানামতে ঐ অগ্নিকান্ডে কারো কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।