রাবিতে নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি
- Update Time : ০২:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / 195
রনি আহমেদ,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ (রাবি) কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি চন্দন দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। নবীনবরণ ও বিদায় শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চন্দন দত্ত তার স্বাগত বক্তব্যে বলেন, ‘শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হয়। কিন্তু শিক্ষা জাতির মেরুদন্ড তখনই হবে যখন সেই শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে। তাই দেশের মঙ্গোলের স্বার্থে তরুনদের উজ্জীবিত শিক্ষা দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করতে হবে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আমার এই দিক টা ভালো লাগে যে কুষ্টিয়ার ছেলে- মেয়েদের মধ্যে এক ধরনের উদ্দীপনা আছে, ভিন্ন পরিচয় আছে। কুষ্টিয়ার মানুষ ভালো মানুষ, ভালো কথা বলে, সাংস্কৃতিবান। যেটা কুষ্টিয়ার মাটি,পরিবেশ, আবহাওয়া ও মানুষের জন্য। সেই জন্য বাইরের মানুষগুলো আমাদের কুষ্টিয়ার মানুষদের কে এসব বিশেষণে বিশেষিত করে।
তিনি আরও বলেন, আমি যখন উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেখানে অনেক ভালোবাসা পেয়েছি। বরিশালে সাংস্কৃতিক এক আবহাওয়া আছে, সেখানে সাংস্কৃতিক যেসব পোগ্রামে যাই, সেখানকার উানারা বলেন কুষ্টিয়ার আচরণের আবহাওয়া অত্যন্ত ভালো। তিনি শিক্ষার্থীদের এই আচরণের প্রতিনিধি আখ্যা দিয়ে বলেন শিক্ষকদের কে নবীনদের যেকোনো সমস্যায় পাশে থাকতে হবে।
জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, ছাত্র কল্যাণ সমিতির উদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. মো. আরিফুর রহমান সহ বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।