ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অ্যাকাডেমিক নির্বাচনে বিপুল চন্দ্র দেবনাথ জয়ী
- Update Time : ১০:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / 225
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অ্যাকাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচনে অ্যাকাডেমিক পরিষদের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নীল দল থেকে সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা সংস্কৃতি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ। ছাত্র জীবনে তিনি ভোলার দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয়ের ৮৮ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন।
দৌলতখানের কৃতী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসী ভাষা সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথের বাবা চন্দ্র মাধব দেবনাথ। গ্রামের বাড়ি দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডে। সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় দৌলতখানের সামাজিক সাংস্কৃতিক সংগঠননের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে।
অনুরুপ ভাবে উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাবেক সহকারী শিক্ষা অফিসার অশিত রন্জন দাস তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।