রাবিতে নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে ময়মনসিংহ জেলা সমিতি

  • Update Time : ১২:১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / 189

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের তোড়া উপহার দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। নবীনবরন ও বিদায় শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন,অন্যান্য বারের তুলনায় এবারে ময়মনসিংহের বেশি শিক্ষার্থী রাবিতে ভর্তির সুযোগ পেয়েছে। সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরা জীবনে ভালো কিছু করুক।

জেলা সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক আহমেদ খান শান্ত।

অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ড. মো: আব্দুস সোবহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে ময়মনসিংহ জেলা সমিতি

Update Time : ১২:১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের তোড়া উপহার দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। নবীনবরন ও বিদায় শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন,অন্যান্য বারের তুলনায় এবারে ময়মনসিংহের বেশি শিক্ষার্থী রাবিতে ভর্তির সুযোগ পেয়েছে। সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরা জীবনে ভালো কিছু করুক।

জেলা সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক আহমেদ খান শান্ত।

অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ড. মো: আব্দুস সোবহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।