বুটেক্সে ভর্তি শুরু ২৬ সেপ্টেম্বর
- Update Time : ১০:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / 228
সাবাইম ইসলাম জীম, বুটেক্স প্রতিনিধিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০২১-২০২২ সেশনের লেভেল-১ টার্ম-১ এর ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২২। সোমবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত শিক্ষার্থীদের ২৬ সেপ্টেম্বর সকাল ৮.০০ টা থেকে ৯.০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। ওইদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।
এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত মেধাক্রম ৬০১ থেকে ১০১৭ পর্যন্ত মোট ৪১৭ জনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা থেকে মোট ১০ জনকে ভর্তি করা হবে।
নির্বাচিত প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবেঃ
১. বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উপস্থিতি নিশ্চিতকরণ।
২. বিভাগ নির্ধারণী choice form পূরণ।
৩. বিভাগ নির্ধারণী সাক্ষাৎকার।
৪. ভর্তি ফি ও মেডিকেল ফি জমা প্রদান।
৫. সাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ।
৬. প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি ও সত্যায়িত) জমা প্রদান।