করোনায় আক্রান্ত হয়েছেন ঢাবি উপাচার্য

  • Update Time : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 175

ঢাবি প্রতিনিধি: 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তার করোনার রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন তিনি।

করোনাভাইরাসের দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ নেওয়া অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবারই প্রথম করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন । তবে শরীরে করোনাজনিত কোনো জটিলতা নেই বলেও জানিয়েছেন তিনি।

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে শনিবার (৩ সেপ্টেম্বর) করোনার নমুনা পরীক্ষা করতে দিলে পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে চার দিনের জন্য নিজ বাসভবনেই আইসোলেশনে আছি। শরীরে করোনাজনিত কোনো জটিলতা নেই। আশা করছি, পুরোপুরি সুস্থ হয়ে শীঘ্রই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব।’

দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান। উল্লেখ্য,২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় আক্রান্ত হয়েছেন ঢাবি উপাচার্য

Update Time : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

ঢাবি প্রতিনিধি: 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তার করোনার রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন তিনি।

করোনাভাইরাসের দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ নেওয়া অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবারই প্রথম করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন । তবে শরীরে করোনাজনিত কোনো জটিলতা নেই বলেও জানিয়েছেন তিনি।

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে শনিবার (৩ সেপ্টেম্বর) করোনার নমুনা পরীক্ষা করতে দিলে পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে চার দিনের জন্য নিজ বাসভবনেই আইসোলেশনে আছি। শরীরে করোনাজনিত কোনো জটিলতা নেই। আশা করছি, পুরোপুরি সুস্থ হয়ে শীঘ্রই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব।’

দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান। উল্লেখ্য,২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।