যেভাবে সাজাবেন ৭ কলেজে পছন্দের বিষয় তালিকা

  • Update Time : ১১:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / 190

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই বিষয়ভিত্তিক পছন্দ তালিকা মনোনয়নের প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজটি শুরু হয়েছে। সাত কলেজে পড়াশোনার মান যেমন উন্নত, রাজধানী ঢাকাতে অবস্থান হওয়ায় এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকে তেমনি শীর্ষে। ভর্তি পরীক্ষায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে জায়গা করে নেয় মেধাবী শিক্ষার্থীরা। ৭ কলেজ বড় পরিসরে হওয়ায় এবং সঠিকভাবে পছন্দক্রম না দেওয়ায় অনেকেই কাংখিত বিষয়ে ভর্তি হতে পারেন না।

সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ায় সুবিধা অনুযায়ী কলেজ,পছন্দের বিষয় নির্বাচন করতে হবে৷ খুবই সতর্কতার সাথে কলেজ+বিষয় পছন্দ করতে হবে। ছেলেরা সাধারণত ঢাকা কলেজ এবং মেয়েরা ইডেন কলেজকে পছন্দের শীর্ষে রাখে।

প্রথমেই বলে নিচ্ছি সঠিকভাবে কলেজ এবং পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোরের উপর বিশেষ নজর দিতে হবে। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়,তাদের অধিকাংশেরই ভর্তি হওয়ার সুযোগ থাকে।
এইজন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ওয়েটিং লিস্ট এর প্রতি বিশেষ নজর রাখতে হবে।

অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে সাবজেক্ট চয়েজ নির্বাচন করবেন। তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলঃ

প্রথমে তোমার মেরিট অনুযায়ী ঠিক করতে হবে কলেজ কে প্রাধান্য দিবে নাকি পছন্দের বিষয়কে।
যদি তুমি কলেজ কে প্রাধান্য দাও তাহলে সেই কলেজ এর বিষয় গুলো আগে দিবে। যেমন তোমার ইচ্ছা ইডেন কলেজ এ যেকোনো বিষয়ে পড়ার। এক্ষেত্রে তুমি ইচ্ছেমতো ইডেন কলেজের বিষয়গুলো সবার আগে পছন্দক্রমে দিতে পারবে৷

আর যদি বিষয়কে প্রাধান্য দাও তাহলে তুমি যে বিষয়ে পড়তে ইচ্ছুক সেই বিষয় আগে রাখতে হবে।
যদি তোমার পছেন্দর বিষয় ইংরেজি হয় তাহলে আবেদন করবে ঠিক এভাবে-

১)ইডেন কলেজ > ইংরেজি
২) ঢাকা কলেজ- ইংরেজি
৩) তিতুমীর কলেজ > ইংরেজি
৪) বাংলা কলেজ > ইংরেজি
৫) সোহরাওয়ার্দী কলেজ> ইংরেজি
৬) কবি নজরুল কলেজ >ইংরেজি
৭) বদরুন্নেসা কলেজ> ইংরেজি।

গুরুত্বপূর্ণ বিষয় হইলো নিজ ইউনিট ছাড়াও অন্য ইউনিটের বা বিভাগের বিষয় পছন্দক্রমে দিতে পারবে। গত বছর আমরা সর্বমোট ৫০টি বিষয় নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম। এবারও হয়তো তাই থাকবে। পছন্দের বিষয় না আসলেও ভর্তির পরবর্তীতে কলেজ ও বিষয় মাইগ্রেশন করা যাবে, যদি আসন ফাঁকা থাকে তাহলে৷

মেয়েরা ৬ টি কলেজ ও ছেলেরা ৫ টি কলেজে বিষয় নির্বাচন করতে পারবে৷ পরীক্ষায় উত্তীর্ণদের কলেজ ও বিষয় পছন্দক্রম ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে।

এবার কলেজ+বিষয় নির্বাচন নিয়ে নিছু কথাঃ

★তুমি কোন বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক সেটা তুমি নিজেই ভাল জানো। তোমার মেরিট পজিশন ভাল হয়ে থাকলে তুমি প্রথম সারির কলেজ এবং বিষয়ে ভর্তির সুযোগ পাবে।

★তোমাকে একইসাথে কলেজ এবং সাবজেক্ট চয়েস দিতে হবে। (যেমন, ১টি কলেজ+১টি সাবজেক্ট তারপর আবার ১টি কলেজ+১টি সাবজেক্ট এভাবে……)

★তুমি একই কলেজে একাধিক বিষয় নির্বাচন করতে দপারবে । (যেমন; ইডেন কলেজ+১ম পছন্দের বিষয়, আবার ইডেন কলেজ+২য় পছন্দের বিষয়, আবার অন্য কলেজ+১ম পছন্দের বিষয় এভাবে….)

★ তোমার মেরিট স্কোর অপেক্ষাকৃত কম হলে যেসব বিষয়ে অন্যদের আগ্রহ কম,সেসব বিষয় নির্বাচন করলে ভর্তির সুযোগ তৈরি হবে৷

★ পছন্দ তালিকায় যতগুলো বিষয় আসবে, সবগুলোই নির্বাচন করবে,এতে ভর্তির সুযোগ পাবার সম্ভাবনা বেড়ে যাবে৷

★ পছন্দ ক্রম নির্বাচিত করার পর তা অবশ্যই প্রিন্ট বা সেইভ করে রাখবে।

কিছু কথা না বললেই নয়।

মোট পাশের অনেকেই ভাল বিষয় নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। এই পাশ করা বেশিরভাগ ছেলে মেয়েই ভাল বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে! ৭ কলেজে ভর্তি হতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে হয়! অনেকেই এই ঝামেলা পোহাতে চায়না বা টাকা পয়সার হিসাবে আর ৭ কলেজে পছন্দের বিষয় আর কলেজ না পেয়ে তেমন আগ্রহ দেখায় না! তারাও অনেকে ফিরবে না এটা নিশ্চিত!

যারা আর্থিকভাবে খুব স্বচ্ছল তাদের স্ট্যাটাস বা ইচ্ছে বিবেচনায় “প্রাইভেট ইউনিভার্সিটি ” তে ভর্তি হয়। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারা বা তাদের পরিবার ৭ কলেজের দিকে খুব কম ইচ্ছে পোষণ করে!

আবার দেখা যায় সবাই পরীক্ষা দিয়েছে,পাশও করেছে! মেধা যাচাই পর্যন্ত সবাই করবে কিন্তু তাদের একটা অংশ (উপরে আলোচিত) ছেলে-মেয়েই ভর্তি হবেনা।

সুতরাং সব কিছু বিবেচনা করে এবং অবশ্যই পরিবার ও সিনিয়রের সাথে ব্যাপার গুলো বুঝে পছন্দের বিষয় নির্বাচন করবে। ইডেন কলেজে যারা ভর্তি হবে, বিষয় মনোনয়ন এর পর যেকোনো সমস্যায় আমাকে জানাবে। আর আশা করি কোন সমস্যা হবে না৷ সকলের জন্য শুভকামনা।

সাবিহা আফরোজ
শিক্ষার্থী
মনোবিজ্ঞান বিভাগ
ইডেন মহিলা কলেজ।

Tag :

Please Share This Post in Your Social Media


যেভাবে সাজাবেন ৭ কলেজে পছন্দের বিষয় তালিকা

Update Time : ১১:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই বিষয়ভিত্তিক পছন্দ তালিকা মনোনয়নের প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজটি শুরু হয়েছে। সাত কলেজে পড়াশোনার মান যেমন উন্নত, রাজধানী ঢাকাতে অবস্থান হওয়ায় এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকে তেমনি শীর্ষে। ভর্তি পরীক্ষায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে জায়গা করে নেয় মেধাবী শিক্ষার্থীরা। ৭ কলেজ বড় পরিসরে হওয়ায় এবং সঠিকভাবে পছন্দক্রম না দেওয়ায় অনেকেই কাংখিত বিষয়ে ভর্তি হতে পারেন না।

সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ায় সুবিধা অনুযায়ী কলেজ,পছন্দের বিষয় নির্বাচন করতে হবে৷ খুবই সতর্কতার সাথে কলেজ+বিষয় পছন্দ করতে হবে। ছেলেরা সাধারণত ঢাকা কলেজ এবং মেয়েরা ইডেন কলেজকে পছন্দের শীর্ষে রাখে।

প্রথমেই বলে নিচ্ছি সঠিকভাবে কলেজ এবং পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোরের উপর বিশেষ নজর দিতে হবে। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়,তাদের অধিকাংশেরই ভর্তি হওয়ার সুযোগ থাকে।
এইজন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ওয়েটিং লিস্ট এর প্রতি বিশেষ নজর রাখতে হবে।

অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে সাবজেক্ট চয়েজ নির্বাচন করবেন। তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলঃ

প্রথমে তোমার মেরিট অনুযায়ী ঠিক করতে হবে কলেজ কে প্রাধান্য দিবে নাকি পছন্দের বিষয়কে।
যদি তুমি কলেজ কে প্রাধান্য দাও তাহলে সেই কলেজ এর বিষয় গুলো আগে দিবে। যেমন তোমার ইচ্ছা ইডেন কলেজ এ যেকোনো বিষয়ে পড়ার। এক্ষেত্রে তুমি ইচ্ছেমতো ইডেন কলেজের বিষয়গুলো সবার আগে পছন্দক্রমে দিতে পারবে৷

আর যদি বিষয়কে প্রাধান্য দাও তাহলে তুমি যে বিষয়ে পড়তে ইচ্ছুক সেই বিষয় আগে রাখতে হবে।
যদি তোমার পছেন্দর বিষয় ইংরেজি হয় তাহলে আবেদন করবে ঠিক এভাবে-

১)ইডেন কলেজ > ইংরেজি
২) ঢাকা কলেজ- ইংরেজি
৩) তিতুমীর কলেজ > ইংরেজি
৪) বাংলা কলেজ > ইংরেজি
৫) সোহরাওয়ার্দী কলেজ> ইংরেজি
৬) কবি নজরুল কলেজ >ইংরেজি
৭) বদরুন্নেসা কলেজ> ইংরেজি।

গুরুত্বপূর্ণ বিষয় হইলো নিজ ইউনিট ছাড়াও অন্য ইউনিটের বা বিভাগের বিষয় পছন্দক্রমে দিতে পারবে। গত বছর আমরা সর্বমোট ৫০টি বিষয় নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম। এবারও হয়তো তাই থাকবে। পছন্দের বিষয় না আসলেও ভর্তির পরবর্তীতে কলেজ ও বিষয় মাইগ্রেশন করা যাবে, যদি আসন ফাঁকা থাকে তাহলে৷

মেয়েরা ৬ টি কলেজ ও ছেলেরা ৫ টি কলেজে বিষয় নির্বাচন করতে পারবে৷ পরীক্ষায় উত্তীর্ণদের কলেজ ও বিষয় পছন্দক্রম ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে।

এবার কলেজ+বিষয় নির্বাচন নিয়ে নিছু কথাঃ

★তুমি কোন বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক সেটা তুমি নিজেই ভাল জানো। তোমার মেরিট পজিশন ভাল হয়ে থাকলে তুমি প্রথম সারির কলেজ এবং বিষয়ে ভর্তির সুযোগ পাবে।

★তোমাকে একইসাথে কলেজ এবং সাবজেক্ট চয়েস দিতে হবে। (যেমন, ১টি কলেজ+১টি সাবজেক্ট তারপর আবার ১টি কলেজ+১টি সাবজেক্ট এভাবে……)

★তুমি একই কলেজে একাধিক বিষয় নির্বাচন করতে দপারবে । (যেমন; ইডেন কলেজ+১ম পছন্দের বিষয়, আবার ইডেন কলেজ+২য় পছন্দের বিষয়, আবার অন্য কলেজ+১ম পছন্দের বিষয় এভাবে….)

★ তোমার মেরিট স্কোর অপেক্ষাকৃত কম হলে যেসব বিষয়ে অন্যদের আগ্রহ কম,সেসব বিষয় নির্বাচন করলে ভর্তির সুযোগ তৈরি হবে৷

★ পছন্দ তালিকায় যতগুলো বিষয় আসবে, সবগুলোই নির্বাচন করবে,এতে ভর্তির সুযোগ পাবার সম্ভাবনা বেড়ে যাবে৷

★ পছন্দ ক্রম নির্বাচিত করার পর তা অবশ্যই প্রিন্ট বা সেইভ করে রাখবে।

কিছু কথা না বললেই নয়।

মোট পাশের অনেকেই ভাল বিষয় নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। এই পাশ করা বেশিরভাগ ছেলে মেয়েই ভাল বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে! ৭ কলেজে ভর্তি হতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে হয়! অনেকেই এই ঝামেলা পোহাতে চায়না বা টাকা পয়সার হিসাবে আর ৭ কলেজে পছন্দের বিষয় আর কলেজ না পেয়ে তেমন আগ্রহ দেখায় না! তারাও অনেকে ফিরবে না এটা নিশ্চিত!

যারা আর্থিকভাবে খুব স্বচ্ছল তাদের স্ট্যাটাস বা ইচ্ছে বিবেচনায় “প্রাইভেট ইউনিভার্সিটি ” তে ভর্তি হয়। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারা বা তাদের পরিবার ৭ কলেজের দিকে খুব কম ইচ্ছে পোষণ করে!

আবার দেখা যায় সবাই পরীক্ষা দিয়েছে,পাশও করেছে! মেধা যাচাই পর্যন্ত সবাই করবে কিন্তু তাদের একটা অংশ (উপরে আলোচিত) ছেলে-মেয়েই ভর্তি হবেনা।

সুতরাং সব কিছু বিবেচনা করে এবং অবশ্যই পরিবার ও সিনিয়রের সাথে ব্যাপার গুলো বুঝে পছন্দের বিষয় নির্বাচন করবে। ইডেন কলেজে যারা ভর্তি হবে, বিষয় মনোনয়ন এর পর যেকোনো সমস্যায় আমাকে জানাবে। আর আশা করি কোন সমস্যা হবে না৷ সকলের জন্য শুভকামনা।

সাবিহা আফরোজ
শিক্ষার্থী
মনোবিজ্ঞান বিভাগ
ইডেন মহিলা কলেজ।