গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির নড়াইল জেলা ছাত্র-কল্যাণ
- Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / 240
জবি সংবাদদাতা :
সম্পন্ন হল গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । শনিবার রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হেল্পডেস্ক বসায় জবি নড়াইল জেলা ছাত্র কল্যাণ সংসদ।
এসময় শিক্ষার্থীদের মাঝে মাস্ক, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, মোবাইল ও ব্যাগ রাখার সুবিধা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ।
পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক সহযোগিতায় ছিল নড়াইল জেলা ছাত্র কল্যাণ সংসদ।
উক্ত সেবা দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা কল্যাণ সংসদের
উপদেষ্টা শেখ নাদিম মাহমুদ, সভাপতি সাজেদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান রাব্বি, সহ সভাপতি আসিফ-উ-দৌলা পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, শাথিল রহমান লিমন, জুবায়ের মৃধা, আব্দুল কাদের নাগিব, শামিম খান, মেহেদী হাসান লিমন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।