বাগেরহাট জেলা ছাত্রকল্যান পরিষদের উদ্যোগে ভর্তি সহায়তা কার্যক্রম
- Update Time : ০৯:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / 1091
মুজাহিদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক (সম্মান) ২০২১–২২ সেশনের ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যান পরিষদের উদ্যোগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে একঝাক তরুন সমাজসেবক বৃন্দ।
শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের সহযোগীতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে এই সংগঠন।
সরজমিনে গিয়ে দেখা যায়, দূর দূরন্ত থেকে আসা পরিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ, নাস্তা ও খাবার পানি বিতরণ এবং পরীক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ, ঘড়ি সংরক্ষন সহ ইত্যাদি বিষয়ে সহোযোগিতা প্রদান করা হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বলেন,” আগত জুনিয়র দের সেবা ও সহযোগীতা প্রদানের জন্য আমাদের এই কার্যক্রম, যার ফলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কোন রকম বিভ্রান্তি ছাড়াই সুষ্ঠু দিক নির্দেশনা ও সেবা পেয়ে থাকে।”
তিনি আরো বলেন,” আমাদের এই কার্যক্রম শুধু বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত যাতে করে সকলেই উপকৃত হতে পারে, আর এই কার্যক্রম আমরা ভবিষ্যৎতেও চলমান রাখবো বলে আশাবাদী”
উল্লেখ্য, এবছর বিজ্ঞান অনুষদের ৬৫০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট ৩৯ হাজার ৫১৭ টি।