প্রশ্ন পত্রের মান নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরাঃ ঢাবি উপাচার্য

  • Update Time : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / 243

ঢাকা কলেজ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ সেশনের ভর্তি পরিক্ষায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এমনটাই মন্তব্য করেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান
তিনি আরো বলেন, “আমি দুটো কক্ষ পরিদর্শন করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে প্রশ্নপত্রের মান কেমন হয়েছে তা পরীক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি। প্রশ্নের মান ও সার্বিক ব্যবস্থাপনায় ছেলে-মেয়েরা সন্তোষ প্রকাশ করেছে, তাদের পরীক্ষা ভালো হচ্ছে।”

শুক্রবার (১২আগস্ট) বিকাল ৩.৩০ টায় বিজ্ঞান অনুষদের পরিক্ষার মধ্য দিয়ে এবছর শিক্ষার্থী ভর্তির প্রথম ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হয়।রাজধানীর সাতটি সরকারি কলেজ সহ মোট ১৪ টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাত কলেজর বর্তমান শিক্ষা কার্যক্রম নিয়ে মন্তব্য করে বলেন,
সাত কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা আমাদের বলেন ছেলেমেয়েরা এখন নিয়মিত ক্লাসে আসে। তারা পরীক্ষা পেছানোর পক্ষে না বরং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পক্ষে৷ এ বিষয়গুলো একটি ইঙ্গিত দেয় যে, সামগ্রিকভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি হওয়ার পথে আছে৷ হয়তো আরও উন্নয়ন প্রয়োজন। কেননা সাত কলেজে এখনো শিক্ষক স্বল্পতা আছে, ক্লাসরুম, ল্যাবরেটরি সংকট আছে৷ এগুলো বাস্তবতা।
অধিভুক্তির পাঁচ বছরে শিক্ষার গুণগত মান কতটুকু পরিবর্তন হয়েছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেই মূল্যায়নের সুযোগ এখনো হয়নি৷ এখনো অনেক কিছু করার বাকি আছে৷ একইসঙ্গে আমাদের নানাবিধ প্রয়াস আছে৷

উল্লেখ্য, এবছর বিজ্ঞান অনুষদের ৬৫০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট ৩৯ হাজার ৫১৭ টি।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রশ্ন পত্রের মান নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরাঃ ঢাবি উপাচার্য

Update Time : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২

ঢাকা কলেজ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ সেশনের ভর্তি পরিক্ষায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এমনটাই মন্তব্য করেন ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান
তিনি আরো বলেন, “আমি দুটো কক্ষ পরিদর্শন করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে প্রশ্নপত্রের মান কেমন হয়েছে তা পরীক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি। প্রশ্নের মান ও সার্বিক ব্যবস্থাপনায় ছেলে-মেয়েরা সন্তোষ প্রকাশ করেছে, তাদের পরীক্ষা ভালো হচ্ছে।”

শুক্রবার (১২আগস্ট) বিকাল ৩.৩০ টায় বিজ্ঞান অনুষদের পরিক্ষার মধ্য দিয়ে এবছর শিক্ষার্থী ভর্তির প্রথম ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হয়।রাজধানীর সাতটি সরকারি কলেজ সহ মোট ১৪ টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাত কলেজর বর্তমান শিক্ষা কার্যক্রম নিয়ে মন্তব্য করে বলেন,
সাত কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা আমাদের বলেন ছেলেমেয়েরা এখন নিয়মিত ক্লাসে আসে। তারা পরীক্ষা পেছানোর পক্ষে না বরং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পক্ষে৷ এ বিষয়গুলো একটি ইঙ্গিত দেয় যে, সামগ্রিকভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি হওয়ার পথে আছে৷ হয়তো আরও উন্নয়ন প্রয়োজন। কেননা সাত কলেজে এখনো শিক্ষক স্বল্পতা আছে, ক্লাসরুম, ল্যাবরেটরি সংকট আছে৷ এগুলো বাস্তবতা।
অধিভুক্তির পাঁচ বছরে শিক্ষার গুণগত মান কতটুকু পরিবর্তন হয়েছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেই মূল্যায়নের সুযোগ এখনো হয়নি৷ এখনো অনেক কিছু করার বাকি আছে৷ একইসঙ্গে আমাদের নানাবিধ প্রয়াস আছে৷

উল্লেখ্য, এবছর বিজ্ঞান অনুষদের ৬৫০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট ৩৯ হাজার ৫১৭ টি।