বুটেক্সে ভর্তি পরীক্ষা আগামীকাল; প্রতি আসনে লড়বেন ২১ জন
- Update Time : ০৬:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / 319
সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধিঃ
আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় সর্বমোট ১২৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। ঢাকার মধ্যে মোট ৫ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী চলবে পরীক্ষা।
এবার ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান।
এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট।