অমুসলিম ছাত্রীদের জন্য ঢাবির হলে আলাদা প্রার্থনা কক্ষ
- Update Time : ০২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / 184
জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ
অমুসলিম ছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আলাদা প্রার্থনা কক্ষ খোলা হয়েছে। শনিবার(১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এতদিন ছাত্রীদের হলে শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন ছাত্রীদের সব হলেই হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ খোলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুসলিম ছাত্ররা জগন্নাথ হলে থাকেন। তবে ছাত্রীদের হলগুলোতে সব ধর্মের ছাত্রীরাই থাকেন। চলতি বছরের শুরুতে ছাত্রীদের হলগুলোতে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের প্রার্থনার জন্য আলাদা একটি কক্ষের দাবি তোলেন একদল শিক্ষার্থী।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোকেয়া হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল এবং সর্বশেষ গত জুন মাসে শামসুন নাহার হলে তিন ধর্মের জন্য আলাদা প্রার্থনা কক্ষের ব্যবস্থা করা হয়।
দাবি আদায়ে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার। তিলোত্তমা শিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের জন্য আলাদা হল এবং উপাসনালয় রয়েছে। তবে ছাত্রীদের হলে প্রার্থনার জন্য কোনো উপাসনালয় ছিল না। ছাত্রীরা চাইলেও সবসময় ঢাকেশ্বরী, জগন্নাথ হল বা অন্য কোথাও গিয়ে প্রার্থনা করতে পারে না। অসাম্প্রদায়িক এই বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের জন্য প্রার্থনা কক্ষ (আলাদা) বরাদ্দের বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছিলাম। পর্যায়ক্রমে সবগুলো হলেই এখন প্রার্থনা কক্ষ খোলা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তিনি।