এস এম হলের ৩৬টি কক্ষ অতি ঝুঁকিপূর্ণ, ঈদের দিন থাকবে উন্নতমানের খাবার

  • Update Time : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / 208

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম)হলের ৩৬টি কক্ষকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সেখান থেকে শিক্ষার্থীদের দ্রুত সরাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়েছে।এসকল রুমের শিক্ষার্থীদের বিভিন্ন হলে ভাগাভাগি করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত ভবনে রাখার ব্যবস্থা হতে পারে বলে ধারণা পাওয়া গেছে৷

বৃহস্পতিবার(৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপাচার্যের বাসভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা হয়।

 

এ সময় পবিত্র ঈদুল আজহার দিন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আবাসিক হলগুলোতে থাকবেন, তাঁদের জন্য দুপুরে ‘উন্নতমানের’ খাবারের ব্যবস্থা করা নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

 

সভা শেষে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির সাংবাদিকদের বলেন, এসএম হল ঝুঁকিপূর্ণ। হলটির ৩৬টি কক্ষ বেশি ঝুঁকিপূর্ণ। এই কক্ষগুলোতে থাকা শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা খুবই জরুরি।

আবদুল বাছির বলেন, এসএম হল সম্পর্কে বিশেষজ্ঞদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৩৬টি কক্ষে কোনোভাবেই ছাত্রদের রাখা যাবে না। ছোটখাটো ভূমিকম্প হলেও সেখানে করুণ অবস্থা তৈরি হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া দরকার। সেক্ষেত্রে ওই কক্ষগুলোর শিক্ষার্থীদের সম্ভাব্য কোন কোন জায়গায় নেওয়া যেতে পারে, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে।

 

আবদুল বাছির আরও জানান, ঝুঁকিপূর্ণ ৩৬টি কক্ষে থাকা শিক্ষার্থীদের বিভিন্ন হলে ভাগাভাগি করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত ভবনে রাখার বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে । আগামী সেপ্টেম্বরে বঙ্গবন্ধু হলের ওই ভবনটিতে ছাত্র তোলা শুরু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে৷

Tag :

Please Share This Post in Your Social Media


এস এম হলের ৩৬টি কক্ষ অতি ঝুঁকিপূর্ণ, ঈদের দিন থাকবে উন্নতমানের খাবার

Update Time : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম)হলের ৩৬টি কক্ষকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সেখান থেকে শিক্ষার্থীদের দ্রুত সরাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়েছে।এসকল রুমের শিক্ষার্থীদের বিভিন্ন হলে ভাগাভাগি করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত ভবনে রাখার ব্যবস্থা হতে পারে বলে ধারণা পাওয়া গেছে৷

বৃহস্পতিবার(৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপাচার্যের বাসভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা হয়।

 

এ সময় পবিত্র ঈদুল আজহার দিন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আবাসিক হলগুলোতে থাকবেন, তাঁদের জন্য দুপুরে ‘উন্নতমানের’ খাবারের ব্যবস্থা করা নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

 

সভা শেষে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির সাংবাদিকদের বলেন, এসএম হল ঝুঁকিপূর্ণ। হলটির ৩৬টি কক্ষ বেশি ঝুঁকিপূর্ণ। এই কক্ষগুলোতে থাকা শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা খুবই জরুরি।

আবদুল বাছির বলেন, এসএম হল সম্পর্কে বিশেষজ্ঞদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৩৬টি কক্ষে কোনোভাবেই ছাত্রদের রাখা যাবে না। ছোটখাটো ভূমিকম্প হলেও সেখানে করুণ অবস্থা তৈরি হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া দরকার। সেক্ষেত্রে ওই কক্ষগুলোর শিক্ষার্থীদের সম্ভাব্য কোন কোন জায়গায় নেওয়া যেতে পারে, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে।

 

আবদুল বাছির আরও জানান, ঝুঁকিপূর্ণ ৩৬টি কক্ষে থাকা শিক্ষার্থীদের বিভিন্ন হলে ভাগাভাগি করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত ভবনে রাখার বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে । আগামী সেপ্টেম্বরে বঙ্গবন্ধু হলের ওই ভবনটিতে ছাত্র তোলা শুরু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে৷