ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

  • Update Time : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 200

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের চলমান সংঘর্ষে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। নীলক্ষেতের রাস্তায় অবস্থান নিতে দেখা যায় তাদের।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় নীলক্ষেত মোড়ে এ চিত্র দেখা যায়।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে চলে যান। পরে ঢাবি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তারা পুলিশের রায়ট কারে জুতা এবং পুলিশের গাড়িতে ইট ছুড়তে থাকেন।

ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় ‘ঢাকা কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- সহ নানান ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

উল্লেখ্য, গতকাল (১৮ এপ্রিল) নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এসময় পুলিশ সদস্যদের গুলি করতেও দেখা যায়। গুলি করার পর পুলিশের সঙ্গে লাঠিসোঁটা ও ইটপাটকেল হাতে অবস্থান করা ব্যবসায়ীদের উল্লাস করছিল।

কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের অভ্যন্তরে গুলি চালাচ্ছে পুলিশ। পুলিশের টিয়ারশেলে আহত হচ্ছেন শিক্ষার্থীরা।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।

আজ দুপুরেও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশ সদস্যদের । এসময় নিউ মার্কেট এলাকায় সংঘর্ষরত ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে ঢাকা কলেজের দিকে এগুতে দেখা যায়। পুলিশ শিক্ষার্থীদের ঢিলের বিপরীতে টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপের সঙ্গে হই হই ধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় ব্যবসায়ীদের।

এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ কোনো ভাবেই কাম্য নয়। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের পাশে আমরা আছি এবং থাকব।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

Update Time : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের চলমান সংঘর্ষে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। নীলক্ষেতের রাস্তায় অবস্থান নিতে দেখা যায় তাদের।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় নীলক্ষেত মোড়ে এ চিত্র দেখা যায়।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে চলে যান। পরে ঢাবি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তারা পুলিশের রায়ট কারে জুতা এবং পুলিশের গাড়িতে ইট ছুড়তে থাকেন।

ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় ‘ঢাকা কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- সহ নানান ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

উল্লেখ্য, গতকাল (১৮ এপ্রিল) নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এসময় পুলিশ সদস্যদের গুলি করতেও দেখা যায়। গুলি করার পর পুলিশের সঙ্গে লাঠিসোঁটা ও ইটপাটকেল হাতে অবস্থান করা ব্যবসায়ীদের উল্লাস করছিল।

কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের অভ্যন্তরে গুলি চালাচ্ছে পুলিশ। পুলিশের টিয়ারশেলে আহত হচ্ছেন শিক্ষার্থীরা।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।

আজ দুপুরেও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশ সদস্যদের । এসময় নিউ মার্কেট এলাকায় সংঘর্ষরত ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে ঢাকা কলেজের দিকে এগুতে দেখা যায়। পুলিশ শিক্ষার্থীদের ঢিলের বিপরীতে টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপের সঙ্গে হই হই ধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় ব্যবসায়ীদের।

এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ কোনো ভাবেই কাম্য নয়। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের পাশে আমরা আছি এবং থাকব।